আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা

RG Kar Rape and Murder Case: ঘরে বাইরে চাপের মুখে ইস্তফা, অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ

কলকাতা:  ইস্তফা আর জি করের অধ্যক্ষের ৷ শুক্রবার গভীর রাতে আরজি করে পিজি ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নিজের পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোনও কেউ বাধ্য করেননি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন৷

আসলে শুক্রবার গভীর রাতে আরজি করের চেস্ট ডিপার্টমেন্টে ডিউটিরত পিজি চিকিৎসক যখন সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই মেয়েটির  ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে৷ এদিকে এই ঘটনার পর অধ্যক্ষ নিজের প্রাথমিক বিবৃতিতে মেয়েটির এক শুতে যাওয়া বিপদের কারণ হিসেবে বলেন৷

আরও পড়ুন – Meet India’s Richest Hockey Player: হকি খেলেও বড়লোক হওয়া যায়! ভারতের মাটিতেই পারফরম্যান্স করে এত্ত সম্পত্তির মালিক, সুন্দরী স্ত্রী

একে এই ধরণের দুর্ঘটনা তারপরে অধ্যক্ষের এই ধরণের বিবৃতি৷ তারপরে ঘরে বাইরে এই পরিস্থিতিতে প্রবল চাপ বাড়ে প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের ওপর৷ তিনি সোমবার পদত্যাগ করার পর জানান, ‘অপমান, লাঞ্ছনা সহ্য করতে পারছি না’- এই কথা বলেন সন্দীপ ঘোষ৷ তিনি আরও বলেন,  ‘আমাকে দোষী করা হচ্ছে ’- এছাড়াও তিনি বলেন, ‘ আমি কোনও দোষীকে আড়াল করিনি৷’

এর আগে  যেভাবে পরিস্থিতি গড়াচ্ছিল তাতে সোমবার  আরজিকর কান্ডে ডাক্তারের ধর্ষণ ও মৃত্যুর  জেরে  অধ্যক্ষকে ডক্টর সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হবে এই ধরণের পরিস্থিতি তৈরি হচ্ছিল৷

ডক্টর সন্দীপ ঘোষকে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদের নিয়োগ করা হতে পারে৷

আর জি করের নতুন প্রিন্সিপাল পদে নিয়ে আসা হতে পারে বর্তমানে স্বাস্থ্য ভবনের ওএসডি, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য ডক্টর সুহৃতা পালকে৷

বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় রায়কে স্বাস্থ্য ভবনের ও এস ডি করা হতে পারে৷