: আরজি করের ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা শহর জুড়ে মেয়েরা রাস্তার দখল নাও কর্মসূচিতে ব্যাপক সাড়া৷ ফের একবার কোনও এক অরাজনৈতিক কর্মসূচিতে এভাবে সাড়া দিল মানুষ৷ এদিক খুন হয়ে যাওয়া ডাক্তারি পড়ুয়ার বাড়ির সবচেয়ে কাছের জমায়েত হয়েছিল বিটি রোড , সোদপুরে৷

RG Kar Student Rape and Murder: মৃত চিকিৎসকের বাড়ির সবচেয়ে কাছের জমায়েতে তুমুল উত্তেজনা, পুলিশের গাড়িতে ভাঙচুর প্রতিবাদীদের, বিচার চাই ধ্বনিতে উঠল গর্জন

: আরজি করের ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা শহর জুড়ে মেয়েরা রাস্তার দখল নাও কর্মসূচিতে ব্যাপক সাড়া৷ ফের একবার কোনও এক অরাজনৈতিক কর্মসূচিতে এভাবে সাড়া দিল মানুষ৷ এদিক খুন হয়ে যাওয়া ডাক্তারি পড়ুয়ার বাড়ির সবচেয়ে কাছের জমায়েত হয়েছিল বিটি রোড , সোদপুরে৷
: আরজি করের ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা শহর জুড়ে মেয়েরা রাস্তার দখল নাও কর্মসূচিতে ব্যাপক সাড়া৷ ফের একবার কোনও এক অরাজনৈতিক কর্মসূচিতে এভাবে সাড়া দিল মানুষ৷ এদিক খুন হয়ে যাওয়া ডাক্তারি পড়ুয়ার বাড়ির সবচেয়ে কাছের জমায়েত হয়েছিল বিটি রোড , সোদপুরে৷
সেখানে পুলিশের গাড়ি দেখে   ক্ষিপ্ত, রাত দখলের প্রতিবাদীরা৷ ভাঙচুর পুলিশের ২ টো গাড়ি।
সেখানে পুলিশের গাড়ি দেখে   ক্ষিপ্ত, রাত দখলের প্রতিবাদীরা৷ ভাঙচুর পুলিশের ২ টো গাড়ি।
সোদপুর বিটি রোডে ৫০ হাজারেরও বেশি লোকের জমায়েত হয়৷ কিন্তু অরাজনৈতিক জমায়েতে এভাবে পুলিশের উপস্থিতি চায়নি প্রতিবাদীরা৷  গাড়ি ভাঙ্গা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা৷
সোদপুর বিটি রোডে ৫০ হাজারেরও বেশি লোকের জমায়েত হয়৷ কিন্তু অরাজনৈতিক জমায়েতে এভাবে পুলিশের উপস্থিতি চায়নি প্রতিবাদীরা৷  গাড়ি ভাঙ্গা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা৷
গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় চারজন পুলিশ কর্মী আহত৷
গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় চারজন পুলিশ কর্মী আহত৷
এদিকে শ্যামবাজার পেরিয়ে উত্তর শহরতলির প্রতিটা মোড়েই এদিন হাজার হাজার মানুষের জমায়েত হয়৷
এদিকে শ্যামবাজার পেরিয়ে উত্তর শহরতলির প্রতিটা মোড়েই এদিন হাজার হাজার মানুষের জমায়েত হয়৷
মেয়েরা রাতের দখল নাও কর্মসূচিতে এক অন্য বাংলাকে চিনল জনতা৷
মেয়েরা রাতের দখল নাও কর্মসূচিতে এক অন্য বাংলাকে চিনল জনতা৷
সিঁথি মোড়, বরানগর, বেলঘরিয়া, সোদপুর শুধুই মানুষের জনস্রোত৷ কোনও রাজনৈতিক স্লোগান ছাড়া শুধু জনতার বিচার চাইয়ের আবদেন দেখল এদিন সকলে৷
সিঁথি মোড়, বরানগর, বেলঘরিয়া, সোদপুর শুধুই মানুষের জনস্রোত৷ কোনও রাজনৈতিক স্লোগান ছাড়া শুধু জনতার বিচার চাইয়ের আবদেন দেখল এদিন সকলে৷