Rimi Sen: ‘ভিক্ষা না চাইলে…’! অজয়, অক্ষয়কে নিয়ে বিস্ফোরক বঙ্গতনয়া রিমি, অবশেষে সব ফাঁস

রিমি সেন। বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন বঙ্গতনয়া। 'ধুম', 'হাঙ্গামা', 'হেরা ফেরি'-র মতো সফল ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু আচমকাই বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। ধীরে ধীরে চলে যান বিস্মৃতির অতলে।
রিমি সেন। বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন বঙ্গতনয়া। ‘ধুম’, ‘হাঙ্গামা’, ‘হেরা ফেরি’-র মতো সফল ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু আচমকাই বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। ধীরে ধীরে চলে যান বিস্মৃতির অতলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এ হেন সিদ্ধান্ত নিয়ে কথা বলেন রিমি। তাঁর কথায়, "আমাকে আসবাবের মতো ব্যবহার করা হত। হাঙ্গামা এবং জনি গদ্দার-এর মতো কয়েকটি ছবিতে আমার ভাল ভূমিকা ছিল। কিন্তু জনি গদ্দার সফল হয়নি আর আমি সেই ধরনের কাজই করতে চাইছিলাম। "
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এ হেন সিদ্ধান্ত নিয়ে কথা বলেন রিমি। তাঁর কথায়, “আমাকে আসবাবের মতো ব্যবহার করা হত। হাঙ্গামা এবং জনি গদ্দার-এর মতো কয়েকটি ছবিতে আমার ভাল ভূমিকা ছিল। কিন্তু জনি গদ্দার সফল হয়নি আর আমি সেই ধরনের কাজই করতে চাইছিলাম। “
সলমন খান সঞ্চালিত বিগ বস-এ অংশগ্রহণ করেছিলেন রিমি। জাতীয় পুরস্কার জয়ী ছবি 'বুধিয়া সিং: বর্ন টু রান'-এর হাত ধরে তিনি প্রত্যাবর্তন করেন। রিমি অক্ষয় কুমার এবং অজয় ​​দেবগনের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু ইন্ডাস্ট্রির কারও সাথে যোগাযোগ করেন না।
সলমন খান সঞ্চালিত বিগ বস-এ অংশগ্রহণ করেছিলেন রিমি। জাতীয় পুরস্কার জয়ী ছবি ‘বুধিয়া সিং: বর্ন টু রান’-এর হাত ধরে তিনি প্রত্যাবর্তন করেন। রিমি অক্ষয় কুমার এবং অজয় ​​দেবগনের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু ইন্ডাস্ট্রির কারও সাথে যোগাযোগ করেন না।
রিমি বলেন, "আমি কারও কাছে সাহায্য চাইতে পারি না। যতক্ষণ না ভিক্ষা চাইবে, কোনও কাজ হবে না। কেনই বা মানুষ তাদের সুবিধার কথা ভাববে না? কেনই বা তারা অন্যকে সাহায্য করতে অতিরিক্ত পথ হাঁটবে?"
রিমি বলেন, “আমি কারও কাছে সাহায্য চাইতে পারি না। যতক্ষণ না ভিক্ষা চাইবে, কোনও কাজ হবে না। কেনই বা মানুষ তাদের সুবিধার কথা ভাববে না? কেনই বা তারা অন্যকে সাহায্য করতে অতিরিক্ত পথ হাঁটবে?”
আত্মপ্রচারে বিশ্বাসী নন রিমি। তাঁর মতে, প্রতিভা নয়, মানুষের সঙ্গে পারস্পারিক সুসম্পর্কে ভিত্তিতেই কাজ মেলে বেশি। মনের মতো চরিত্র এবং স্বীকৃতি পাননি বললেই বলিউড থেকে সরে যান রিমি।
আত্মপ্রচারে বিশ্বাসী নন রিমি। তাঁর মতে, প্রতিভা নয়, মানুষের সঙ্গে পারস্পারিক সুসম্পর্কে ভিত্তিতেই কাজ মেলে বেশি। মনের মতো চরিত্র এবং স্বীকৃতি পাননি বললেই বলিউড থেকে সরে যান রিমি।