আইসিসি টেস্ট একাদশে জায়গা, একমাত্র ভারতীয় হিসেবে নজির গড়লেন ঋষভ পন্থ

#দুবাই: গত বছরের সেরা টেস্ট ক্রিকেটারদের নিয়ে আইসিসি ২০২২ সালের টেস্ট একাদশ প্রকাশ করেছে। সেই একাদশে ভারতের হয়ে একমাত্র উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ স্থান পেয়েছেন। গতবছর ঋষভ পন্থ ১২ ইনিংসে ৬৮০ রান করেছেন। তার ব্যাটিং গড় ছিলো ৬১.৮১, স্ট্রাইক রেট ছিলো ৯০. ৯০। ২০২২ সালে ঋষভ ২ টি শতরান ও চারটি অর্ধশত রান করেন।

উইকেটের পিছনেও স্বপ্রতিভ ছিলেন তরুণ এই উইকেটরক্ষক – ব্যাটার। গত বছর উইকেট কিপার হিসেবে ৬ টি স্টাম্পিং করেছেন ও ২৩ টি ক্যাচ ধরেছেন ঋষভ। টেস্ট একাদশের অধিনায়ক করা হয়েছে ইংরেজ টেস্ট অধিনায়ক অলরাউন্ডার বেন স্টোকসকে। ইংল্যান্ড দলের ক্রিকেটারদের মধ্যে আগ্রাসী ও হার না মানা মানসিকতা ঢুকিয়েছেন বেন স্টোকস।

তার অধিনায়কত্বে ইংল্যান্ড দলের পারফরম্যান্সে পরিবর্তন এসেছে। বেন স্টোকসের অধিনায়কত্বে গতবছর ৯ টি টেস্ট জিতেছে ইংল্যান্ড। গত বছর ৩৬.২৫ ব্যাটিং গড়ে ৮৭০ রান করেন ইংরেজ অধিনায়ক। এর পাশাপাশি বল হাতে ২৬ টি উইকেট নেন স্টোকস। স্টোকসের সতীর্থ জনি বেয়ারস্টো, জেমস এন্ডারসনও টেস্ট একাদশে রয়েছেন।

অস্ট্রেলিয়ার তরফে দলে আছেন উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন। খোয়াজা গতবছর ৬৭.৫০ ব্যাটিং গড়ে ১ হাজার ৮০ রান করেন। লাবুশেন ৫৬. ২৯ ব্যাটিং গড়ে ৯৫৭ রান করেন। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স গতবছরের শেষে দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রম তালিকায় শীর্ষে নিয়ে যান।

প্যাট কামিন্স ২০২২ এ ১০ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন। নেথান লায়ন ১১ টেস্টে ২৯ এর সামান্য কম ব্যাটিং গড়ে ৪৭ টি উইকেট নিয়েছেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট, দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা দলের বাকি সদস্য। পাক অধিনায়ক প্রায় ৭০ এর ব্যাটিং গড়ে ১১৮৪ রান করেছেন। অন্যদিকে, ক্রেগ ব্রেথওয়েট ১৪ ইনিংসে ৬২.৪৫ ব্যাটিং গড়ে ৬৮৭ রান করেছেন। কাগিসো রাবাদা ৯ ম্যাচে ৪৭ টি উইকেট নেন।