প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী

Utpalendu Chakraborty Death: বাবাকে হারালেন ঋতাভরী, প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী, শোকের ছায়া পরিবারে

কলকাতা: বিনোজন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী৷ বাবাকে হারালেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী৷ গত ৩-৪ দিন ধরেই স্বাস্থ্যের অবনতি হয়৷ এদিন বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋতাভরী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা৷ মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৭৬ বছর৷ মঙ্গলবার কলকাতার রাণীকুঠি হাউজিং এস্টেট-এর বাড়িতেই মারা যান তিনি৷

আন্তর্জাতিক পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপ্ত ‘চোখ’-এর পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী আজ ৫:৫০ মিনিটে পরলোকগমণ করেছেন৷ উৎপলেন্দু চক্রবর্তীর দীর্ঘ দিনের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হন তিনি৷ দিনকয়েক আগে আবারও ছবি তৈরির ইচ্ছাপ্রকাশ করেছিলেন পরিচালক৷ তবে এবার আর শেষরক্ষা হল না৷

আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

আশির দশকের সময়ে ‘চোখ’,’ময়নাতদন্ত’, ‘দেবশিশু’র মতো একাধিক চর্চিত ছবির পরিচালনা করেছেন উৎপলেন্দু চক্রবর্তী। তাঁর পরিচালনায় ‘চোখ’ ছবিটি ১৯৮২ সালে সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নেয়। এই ছবির হাত ধরেই উৎপলেন্দুর ঝুলিতে আসে সেরা পরিচালকের জাতীয় পুরস্কার।

আরও পড়ুন-  বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

উল্লেখ্য, এপ্রিল মাসে বাড়িতে আচমকা পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে পরিচালকের৷ তারপর কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়। একাধিক রোগেই ভুগছিলেন তিনি৷ যেমন প্রস্টেট, সিওপিডি এমনকি স্মৃতিভ্রমেরও সমস্যা ছিল তাঁর৷ মে মাসেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে৷ তবে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠছিলেন ধীরে ধীরে৷ তবে আচমকাই না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী৷

জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর স্ত্রী পরিচালক শতরূপা সান্যাল৷ তাঁদের দুই মেয়ে চিত্রাঙ্গদা শতরূপা ও ঋতাভরী চক্রবর্তী টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী। তবে বাবা উৎপলেন্দু ও মা শতরূপা আলাদা থাকতেন৷ এবং মেয়েরাও মায়ের সঙ্গে থাকেন৷ বাবার সঙ্গে কোনও যোগাযোগই ছিল না তাঁদের সেভাবে৷ তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, শেষ দিন পর্যন্ত দুই মেয়ের কাজের প্রশংসা করেছেন তিনি৷ আজই পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা৷ তাঁর সমস্ত অনুরাগীরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷