রোহিতের বিশ্বজয়

Rohit Sharma: বিশ্বজয় করেই বিরাট ঘোষণা রোহিতের! মাঠেই ঘটালেন চমকে ওঠা ঘটনা! দেখে থ সকলে

বার্বাডোজ: টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেও হেরেছিল ভারত। অধিনায়ক হিসেবে সব পাচ্ছিলেন, কিন্তু ট্রফি ধরা হচ্ছিল না রোহিত শর্মার। শেষমেশ ২৯ জুন, ২০২৪-এ এসে ভাঁড়ার ভরল রোহিতের। ভারত ১৭ বছরের ট্রফির খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। আর সেই ট্রফি জিতেই বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন রোহিত। বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নিতে উঠে মঞ্চেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এর কিছুক্ষণের মধ্যে টি-২০ থেকে অবসর ঘোষণা করলেন রোহিতও। শুধু তাই নয়, বিশ্বসেরার ট্রফি জিতে বার্বাডোজের ঐতিহাসিক পিচের বালিও মুখে তুলে নিলেন রোহিত শর্মা।

দীর্ঘদিন বিরাটের মতোই টি২০ ক্রিকেটের বাইরে রাখা হয়েছিল রোহিতকে। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া রোহিত শর্মাকে। কিন্তু টি২০ বিশ্বকাপে দেশের হয়ে এক বার নামতে চেয়েছিলেন। তাতেই সফল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রোহিত। চলতি টি২০ বিশ্বকাপে ৮ ম্যাচে ২৫৭ রান করেন রোহিত।

আরও পড়ুন: শেষ হল ‘জয়-বিরু’র অধ্যায়, দেশকে বিশ্বকাপ জিতিয়ে বিরাটের পর টি২০ ক্রিকেটকে বিদায় রোহিতের

ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে রোহিত শর্মা ঘোষণা করেন, ”এটাই আমার শেষ টি-২০ ম্যাচ। এর থেকে ভাল সময় নেই এই ফর্ম্যাটকে বিদায় জানানোর। আমি প্রতিটা মুহূর্ত আনন্দ পেয়েছি। আমি আমার ভারতীয় দলে যাত্রা শুরু করেছিলাম এই ফর্ম্যাট থেকেই। আমি যা চেয়েছিলাম, সেই মতো কাপটা জিততে পেরেছি। শব্দে বর্ণনা করা খুব কঠিন। অত্যন্ত আবেগঘন মুহূর্ত এটা আমার কাছে। আমি অত্যন্ত উদগ্রীব ছিলাম এই খেতাব জিততে। আমি আনন্দিত যে, আমরা সেই রেখাটা পেরতে পেরেছি।

কয়েক মাস আগেই আইপিএলের অধিনায়কত্ব হারিয়েছিলেন রোহিত। তাঁর জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। বিগত মাসগুলোই হয়তো বদলে দিয়েছে রোহিতকে। তাঁর খেলার ধরন, ক্যাপ্টেন্সি সবেতে বদল এসেছিল। বিশ্বকাপ ফাইনালেও তিনি শেষ ওভারে যাকে ভরসা করেছিলেন, সেই হার্দিকও কিছু গোটা টুর্নামেন্টে সেইভাবে সফল নন। কিন্তু বাজি জেতালেন হার্দিকও। রোহিতও বুঝিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে তিনি কতটা সাহসী। এরপরই টি-২০ ক্রিকেটকে বিদায় রোহিতের।