বিস্ময় ক্যাচ ধরেই রোহিতের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছেন সূর্য৷

Suryakumar Yadav catch: মিলারের ওই ক্যাচ ফেলে কী শাস্তি পেতেন সূর্যকুমার? বলেই দিলেন রোহিত শর্মা

মুম্বই: বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের অবিশ্বাস্য ক্যাচ ধরে কার্যত রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ট্রফিটাই তুলে দিয়েছিলেন সূর্যকুমার যাদব৷ লং অফে সূর্য ওই ক্যাচ না ধরলে কী হত তা ভেবেই আঁতকে উঠছেন ভারতীয় সমর্থকরা৷

এবার ভারতীয় দলের অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন, সূর্য ওই ক্যাচ ফেলে দিলে তিনি কী করতেন? রোহিতের দাবি, ওই ক্যাচ ফেলে দিলে সূর্যকেই তিনি দল থেকে বাদ দিয়ে দিতেন৷

আরও পড়ুন: বিরাাটদের বিশ্বজয়ের নেপথ্য নায়ক! ঘরে ফিরলেন দয়ানন্দ, উৎসব কোলাঘাটে

বিশ্বকাপ জিতে ফেরার পর শুক্রবার রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়ালকে সংবর্ধিত করে মহারাষ্ট্র সরকার৷ সেই অনুষ্ঠানেই মজাচ্ছলে রোহিত বলেন, ‘ভাগ্যিস বলটা সূর্য ধরে নিয়েছিল, ক্যাচটা ফেলে দেয়নি৷ না হলে ওকেই আমি দল থেকে বাদ দিয়ে দিতাম!’

তবে পুরোটাই রোহিত নিজস্ব কায়দায় মজাচ্ছলে বলেছেন৷ এই মন্তব্য করে রোহিত নিজেই হেসে ফেলেন৷ হো হো করে হেসে ওঠেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ উপস্থিত অন্যান্যরাও৷

সূর্যকুমারের ওই ক্যাচ নিয়ে শুরুতে কিছুটা বিতর্ক ছড়িয়েছিল৷ বাউন্ডারি লাইনে সুর্যকুমার ওই ক্যাচ ধরার সময় তাঁর পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে৷ কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কোণ থেকে তোলা ভিডিওতে দেখা গিয়েছে, নিখুঁত দক্ষতায় ওই ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব৷ ক্যাচ ধরার মুহূর্ত বল হাতে একবারের জন্যও তাঁর পা বাউন্ডারি লাইন ছোঁয়নি৷