: ভারতীয় ক্রিকেটে একটা বড় বদলের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ একদিকে দল যেমন দীর্ঘ সময়ের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে৷ ফলে দারুণ খুশিতে ভাসছে সকলেই৷ এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে কোচ বদলের সময়ও এসে গেছে৷ রাহুল দ্রাবিড় জমানার শেষে এবার শুরু হবে নয়া জমানা৷ এইবার কোচ হবেন গৌতম গম্ভীর৷ অফিসিয়াল ঘোষণা না হলেও এটাতেই সম্ভবত সিলমোহর পড়তে চলেছে৷

Gambhir Effect for Rohit Sharma’s Retierment: কোন কথা বলতে শুরু করেও শেষ করতে পারলেন না রোহিত, অবসরের পিছনে কি গম্ভীর এফেক্ট

: ভারতীয় ক্রিকেটে একটা বড় বদলের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ একদিকে দল যেমন দীর্ঘ সময়ের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে৷ ফলে দারুণ খুশিতে ভাসছে সকলেই৷ এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে কোচ বদলের সময়ও এসে গেছে৷ রাহুল দ্রাবিড় জমানার শেষে এবার শুরু হবে নয়া জমানা৷ এইবার কোচ হবেন গৌতম গম্ভীর৷ অফিসিয়াল ঘোষণা না হলেও এটাতেই সম্ভবত সিলমোহর পড়তে চলেছে৷
: ভারতীয় ক্রিকেটে একটা বড় বদলের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ একদিকে দল যেমন দীর্ঘ সময়ের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে৷ ফলে দারুণ খুশিতে ভাসছে সকলেই৷ এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে কোচ বদলের সময়ও এসে গেছে৷ রাহুল দ্রাবিড় জমানার শেষে এবার শুরু হবে নয়া জমানা৷ এইবার কোচ হবেন গৌতম গম্ভীর৷ অফিসিয়াল ঘোষণা না হলেও এটাতেই সম্ভবত সিলমোহর পড়তে চলেছে৷
এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলে অবসরের হিড়িক পড়ে গেছে৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা টি টোয়েন্টি  ক্রিকেট ছাড়ার তালিকায়৷ কিন্তু হঠাৎ কেন এই ছাড়ার তাড়া এই নিয়ে তো গুঞ্জন রয়েছেই৷ আর সেই গুঞ্জনে আরও ধোঁওয়া দিয়েছেন খোদ রোহিত শর্মা৷
এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলে অবসরের হিড়িক পড়ে গেছে৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা টি টোয়েন্টি  ক্রিকেট ছাড়ার তালিকায়৷ কিন্তু হঠাৎ কেন এই ছাড়ার তাড়া এই নিয়ে তো গুঞ্জন রয়েছেই৷ আর সেই গুঞ্জনে আরও ধোঁওয়া দিয়েছেন খোদ রোহিত শর্মা৷
তিনি নিজে বলেছেন, ‘‘আমি ভাবতাম না টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেব, কিন্তু পরিস্থিতি এমন ...আমি মনে করি এর চেয়ে ভাল কোন পরিস্থিতি হতে পারে আমার জন্য, এর চেয়ে ভাল কিছু হয় না যখন বিশ্বকাপ জেতো আর খেলাকে গুডবাই বল৷’’
তিনি নিজে বলেছেন, ‘‘আমি ভাবতাম না টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেব, কিন্তু পরিস্থিতি এমন …আমি মনে করি এর চেয়ে ভাল কোন পরিস্থিতি হতে পারে আমার জন্য, এর চেয়ে ভাল কিছু হয় না যখন বিশ্বকাপ জেতো আর খেলাকে গুডবাই বল৷’’
এখানে রোহিতের বলা কিন্তু পরিস্থিতি এমন এই কথাগুলিই সন্দেহের উদ্রেক করছে নিন্দুকদের মনে ৷ কারণ গৌতম গম্ভীর কোচ হলে দলের সিনিয়র ক্রিকেটারদের একাংশকে চাইবেন না এমনটাও সূত্রের খবর৷
এখানে রোহিতের বলা কিন্তু পরিস্থিতি এমন এই কথাগুলিই সন্দেহের উদ্রেক করছে নিন্দুকদের মনে ৷ কারণ গৌতম গম্ভীর কোচ হলে দলের সিনিয়র ক্রিকেটারদের একাংশকে চাইবেন না এমনটাও সূত্রের খবর৷
কোচ পদে নিজের সাক্ষাৎকার দেওয়ার সময়েই তাঁর এই শর্ত নাকি তিনি ইন্টারভিউ প্যানেলের কাছে রেখেছেন৷ আর রোহিতের এই বিবৃতি সেই শর্তের পয়েন্টের দিকেই ইশারা করছে৷
কোচ পদে নিজের সাক্ষাৎকার দেওয়ার সময়েই তাঁর এই শর্ত নাকি তিনি ইন্টারভিউ প্যানেলের কাছে রেখেছেন৷ আর রোহিতের এই বিবৃতি সেই শর্তের পয়েন্টের দিকেই ইশারা করছে৷
ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত বলেন, “যখন থেকে আমি এই ফরম্যাটে খেলতে শুরু করেছি তখন থেকেই আমি এটা উপভোগ করছি। এই ফরম্যাটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভাল সময় আর নেই। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি এটাই চেয়েছিলাম - আমি কাপ জিততে চেয়েছিলাম"
ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত বলেন, “যখন থেকে আমি এই ফরম্যাটে খেলতে শুরু করেছি তখন থেকেই আমি এটা উপভোগ করছি। এই ফরম্যাটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভাল সময় আর নেই। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি এটাই চেয়েছিলাম – আমি কাপ জিততে চেয়েছিলাম”
নবভারত টাইমসের একটি প্রতিবেদনে সম্প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যে গম্ভীর ভারতীয় কোচের ভূমিকা গ্রহণ করার জন্য বিসিসিআই-এর কাছে পাঁচটি শর্ত বেঁধে দিয়েছেন, যার মধ্যে রয়েছে দল নির্বাচনের উপর তাঁর নিয়ন্ত্রণ এবং সাপোর্ট স্টাফদের নির্বাচনের উপর তাঁর নিয়ন্ত্রণের মতো কিছু বিতর্কিত বিষয়ের ক্ষমতা।
নবভারত টাইমসের একটি প্রতিবেদনে সম্প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যে গম্ভীর ভারতীয় কোচের ভূমিকা গ্রহণ করার জন্য বিসিসিআই-এর কাছে পাঁচটি শর্ত বেঁধে দিয়েছেন, যার মধ্যে রয়েছে দল নির্বাচনের উপর তাঁর নিয়ন্ত্রণ এবং সাপোর্ট স্টাফদের নির্বাচনের উপর তাঁর নিয়ন্ত্রণের মতো কিছু বিতর্কিত বিষয়ের ক্ষমতা।
পাশাপাশি এরকমও বলা হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র খেলোয়াড়রা পারফর্ম না করলে তাদের পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে বাদ দেওয়া হবে৷
পাশাপাশি এরকমও বলা হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র খেলোয়াড়রা পারফর্ম না করলে তাদের পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে বাদ দেওয়া হবে৷
এদিকে রোহিতে-বিরাটের অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর আসরে নেমেছেন বিসিসিআই সচিব জয় শাহ৷ তিনি বলে দিয়েছেন  চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিনিয়র ক্রিকেটাররা সকলেই খেলবেন৷
এদিকে রোহিতে-বিরাটের অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর আসরে নেমেছেন বিসিসিআই সচিব জয় শাহ৷ তিনি বলে দিয়েছেন  চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিনিয়র ক্রিকেটাররা সকলেই খেলবেন৷