আজ সামনে দক্ষিণ আফ্রিকা, হোয়াইটওয়াশ করেই সিরিজ জয় লক্ষ্য ভারতের

#তিরুবন্তপুরম: শেষবার যখন ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা দল তখন টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল ২-২ ব্যবধানে। অবশ্য তাতে ভারতের প্রথম দলের ক্রিকেটাররা ছিলেন না। অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। এবার কিন্তু হিসেব বদলানোর পালা। নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একমাত্র লক্ষ্য ৩-০ সিরিজ জয় তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন – বিশ্বকাপে দেখব কার কত দম ! খোলা হুমকি পাক ক্রিকেট চেয়ারম্যান রামিজ রাজার

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় সিরিজ জয়ের পর নতুন চ্যালেঞ্জের সামনে ভারত। বুধবার শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ। বিশ্বকাপের জন্য ব্র্যাডম্যানের দেশে উড়ে যাওয়ার আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ সিরিজ।

ফলে, চূড়ান্ত এগারো বেছে নেওয়ার ক্ষেত্রে এই সিরিজের বাড়তি গুরুত্ব রয়েছে। অ্যারন ফিনচদের বিরুদ্ধে সিরিজ জয়ের সৌরভের মধ্যেও ডেথ ওভার বোলিং দুশ্চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার। অধিনায়ক রোহিত শর্মা তা মেনেও নিয়েছেন। ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও।

এদিকে, কোভিডের ধাক্কা থেকে এখনও সেরে ওঠেননি মহম্মদ সামি। নিয়মিত বোলাররা না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হবে যশপ্রীত বুমরাহকে। ফিরেছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। ডেথ ওভারে তাঁর ইয়র্কার ভরসা জোগাতে পারে দলকে। স্কোয়াডে রয়েছেন পেসার দীপক চাহারও।

স্পিন বিভাগেও ঘটতে পারে পরিবর্তন। খেলানো হতে পারে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকেও। বিশ্বকাপের আগে তাঁকে ম্যাচ-প্র্যাকটিস দেওয়ার ভাবনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের। অক্ষর তো সিরিজের সেরাই হয়েছেন। অস্ট্রেলিয়ায় গ্রুপ পর্যায়েও মুখোমুখি হবে দুই দল।

তার আগে এই সিরিজে জিতলে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে পারবেন রোহিতরা। তবে প্রোটিয়াদের স্কোয়াডে কুইন্টন ডি’কক, ডেভিড মিলার, আইডেন মার্করাম, কাগিসো রাবাডা, অ্যানরিখ নর্টজে, লুঙ্গি এনগিডির মতো ক্রিকেটাররা রয়েছেন। পার্নেলের পাশাপাশি তরুণ মার্কো জানসেন থাকায় বাভুমার দলে ভারসাম্য যথেষ্ট। তাই ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকাও নিজেদের উজাড় করে দিতে মরিয়া থাকবে।