ধোনি ও রোহিতের কথোপকথন

Rohit Sharma on MS Dhoni: বিশ্বচ্যাম্পিয়নদের কী বললেন ধোনি? পাল্টা রোহিতের কী বক্তব্য? ভাইরাল দুই ‘ক্যাপ্টেনের’ কথোপকথন

বার্বেডোজ: ২০০৭-এ শেষ টি২০ বিশ্বকাপ, ২০১১ একদিনের বিশ্বকাপ। ভারত ২০১৩-র পর আর কোনও আইসিসি ট্রফিও জেতেনি। সমস্ত খরা কাটিয়ে শনিবার ওয়েস্ট ইন্ডিজের মাঠে ফের টি২০ বিশ্বকাপ জিতে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল। গোটা বিশ্বকাপ চলাকালীন কোনও পোস্ট বা কোনও কথাই শোনা যায়নি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। অবশেষে রোহিত শর্মার ভারতীয় দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মৌন ভাঙলেন ধোনি।

১৭ বছর পর রোহিতদের হাতে ফের টি২০ বিশ্বকাপ। কী বললেন ২০০৭-এর অধিনায়ক ধোনি? টিম ইন্ডিয়ার সেলিব্রেশনের ছবি দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, ‘ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নস ২০২৪ ৷ আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল ৷ তোমরা নিজেদের সংযত করে, বিশ্বাস রেখে যা করেছ, তা আশ্চর্যজনক। ভারত এবং বিশ্বের প্রতিটি কোণে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশ্বকাপ ঘরে আনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা।’

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781)

আরও পড়ুন: ফাইনালে জয় ছিনিয়ে হাউ হাউ করে কাঁদছেন হার্দিক, আর নাতাশা? সোশ্যাল মিডিয়া তোলপাড়

ধোনির বার্তায় শেষ লাইন, ‘আর… জন্মদিনের এই অমূল্য উপহারের জন্যও ধন্যবাদ।’ ৭ জুলাই ধোনির ৪৩ বছর বয়স হবে। ধোনি ভারতের এই সাফল্যকে নিজের জন্মদিমের অগ্রিম উপহার হিসেবে ধরে নিয়েছেন। পাল্টা রোহিত শর্মাও ধোনির বার্তার জবাব দিয়েছেন। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত ধোনির শুভেচ্ছাবার্তার পাল্টা বার্তা দেন।

আরও পড়ুন: ‘বিশ্বের সেরা স্কুলের পুরস্কার’-এ সেরা ১০-এ জায়গা পেল ভারতের এই ৫ স্কুল, তালিকায় কোন কোন স্কুল জানেন?

রোহিতের কথায়, ‘ধোনি একজন অসাধারণ খেলোয়াড় ছিলেন। ওঁ আমাদের ও দেশের জন্য অনেক কিছু করেছে। আমার ভাল লাগছে ওঁর প্রশংসাবার্তা পেয়ে।’ ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর, ফের টিম ইন্ডিয়া কোনও আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেল। শনিবার বার্বেডোজের কেনসিংটন ওভালে ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে সাত রানে জয় ছিনিয়ে নিয়ে ১১ বছরের খরা কাটল। ১৭ বছর পর ভারত দ্বিতীয় বার টি২০ বিশ্বকাপের শিরোপা জিতল।