আন্তর্জাতিক ক্রিকেটে কোনও একটি দলের বিরুদ্ধে সর্বাধিক ছয় মারার রেকর্ড নিজের নামে করেছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১৩২টি ছয় মেরেছেন রোহিত। টপকে গিয়েছেন ক্রিস গেইলের ১৩০ ছয়ের রেকর্ড।

IND vs BAN, T20 World Cup 2024: সবে তো এসছে, একটু তো খেলতে দে! বাংলাদেশের ব্যাটিং নিয়ে মশকরা রোহিতের

অ্যান্টিগুয়া: শেষ আটের ম্য়াচে ভারতের বিরুদ্ধে ৫০ রানে হেরে বিশ্বকাপের শেষ চারে ওঠা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে বাংলাদেশের কাছে। ভারতের বিরুদ্ধে না বোলিং না ব্যাটিং- কোনও বিভাগেই ভাল কিছু করতে পারেনি বাংলাদেশ। এ দিকে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় বাংলাদেশ ব্যাটারদের মজা করে ভাইরাল রোহিত।

টি-২০ বিশ্বকাপ ২০২৪ ফাইনাল T20 World Cup 2024 Final

আরও পড়ুন: ক্যানের দুধ কিনলে এবার দিতে হবে জিএসটি! কিসের খরচ কমল, কিসেরই বা বাড়ল, শোনালেন অর্থমন্ত্রী

ঘটনাটি ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ১৪তম ওভারের। ছয় মারার পরের বলেই আউট হন শাকিব। কুলদীপের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শাকিব। শাকিব আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন মাহমুদুল্লাহ। প্রথম বলেই কুলদীপের গুগলি খেলতে চাপে পড়েন মাহমুদুল্লাহ। তখন কুলদীপ, রোহিতকে ফিল্ডিংয়ে কিছু পরিবর্তন করার কথা বলেন। তখনই রোহিত কুলদীপকে উদ্দেশ করে বলেন, “কী রে! একটু খেলতে দে না, এই তো একটা উইকেট গেল, সবে তো ব্যাট করতে এসছে, একটু খেলতে দে”।

—- Polls module would be displayed here —-

স্টাম্প মাইকে রেকর্ড হওয়া রোহিতের এই বক্তব্য, সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। খেলার মাঠে বরাবরই মজা করতে ভালবাসেন রোহিত। যদিও সাকিবের আউট হওয়ার পরে মাত্র ৪৭ রানের মধ্যে আরও চারটি উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন কুলদীপ।