দু দিন ধরে টানা বৃষ্টি! যার জেরে বদলে গেল সাহারা মরুভূমির চেহারা৷ দক্ষিণ মরক্কোয় প্রবল বৃষ্টির জেরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সাহারা মরুভূমিতে৷

Sahara desert:ধু ধু মরুভূমি নয়, ৫০ বছর পর আমূল বদলে গেল সাহারা মরুভূমি! বিপদ দেখছেন বিজ্ঞানীরা

দু দিন ধরে টানা বৃষ্টি! যার জেরে বদলে গেল সাহারা মরুভূমির চেহারা৷ দক্ষিণ মরক্কোয় প্রবল বৃষ্টির জেরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সাহারা মরুভূমিতে৷
দু দিন ধরে টানা বৃষ্টি! যার জেরে বদলে গেল সাহারা মরুভূমির চেহারা৷ দক্ষিণ মরক্কোয় প্রবল বৃষ্টির জেরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সাহারা মরুভূমিতে৷ ছবি- রয়টার্স
এমন কি, সাহারা মরুভূমির বুকে শুকিয়ে যাওয়া ইরিকি জলাশয়ও এখন জলে টইটুম্বুর হয়ে রয়েছে৷ প্রায় পঞ্চাশ বছর পর সাহারা মরুভূমিতে এই পরিস্থিতি তৈরি হল বলে দাবি করা হচ্ছে৷
এমন কি, সাহারা মরুভূমির বুকে শুকিয়ে যাওয়া ইরিকি জলাশয়ও এখন জলে টইটুম্বুর হয়ে রয়েছে৷ প্রায় পঞ্চাশ বছর পর সাহারা মরুভূমিতে এই পরিস্থিতি তৈরি হল বলে দাবি করা হচ্ছে৷ ছবি- এপি
মরক্কোর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ৩০ থেকে ৫০ বছর পর এত অল্প সময়ের মধ্যে এরকম প্রবল বর্ষণ দেখা গেল৷
মরক্কোর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ৩০ থেকে ৫০ বছর পর এত অল্প সময়ের মধ্যে এরকম প্রবল বর্ষণ দেখা গেল৷ উপগ্রহ চিত্রেও এই সাহারা মরুভূমির বদলে যাওয়া চেহারা ধরা পড়েছে৷ ছবি- এপি
উত্তর,মধ্য এবং পশ্চিম আফ্রিকার প্রায় ৯ লক্ষ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে সাহারা মরুভূমি৷ বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই বলছেন, গ্লোবাল ওয়ার্মিং-এর বড়সড় প্রভাব পড়তে পারে এই অঞ্চলে৷
মরক্কোর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ৩০ থেকে ৫০ বছর পর এত অল্প সময়ের মধ্যে এরকম প্রবল বর্ষণ দেখা গেল৷ ছবি- এপি
উত্তর,মধ্য এবং পশ্চিম আফ্রিকার প্রায় ৯ লক্ষ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে সাহারা মরুভূমি৷ বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই বলছেন, গ্লোবাল ওয়ার্মিং-এর বড়সড় প্রভাব পড়তে পারে এই অঞ্চলে৷
উত্তর,মধ্য এবং পশ্চিম আফ্রিকার প্রায় ৯ লক্ষ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে সাহারা মরুভূমি৷ বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই বলছেন, গ্লোবাল ওয়ার্মিং-এর বড়সড় প্রভাব পড়তে পারে এই অঞ্চলে৷ ছবি- এপি
বিজ্ঞানীদের আশঙ্কা, আবহাওয়ার উপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আফ্রিকার এই অঞ্চলে ঘন ঘন প্রবল ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে৷
বিজ্ঞানীদের আশঙ্কা, আবহাওয়ার উপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আফ্রিকার এই অঞ্চলে ঘন ঘন প্রবল ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে৷ ছবি- এপি