দেশ Sahara desert:ধু ধু মরুভূমি নয়, ৫০ বছর পর আমূল বদলে গেল সাহারা মরুভূমি! বিপদ দেখছেন বিজ্ঞানীরা October 12, 2024 Bangla Digital Desk দু দিন ধরে টানা বৃষ্টি! যার জেরে বদলে গেল সাহারা মরুভূমির চেহারা৷ দক্ষিণ মরক্কোয় প্রবল বৃষ্টির জেরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সাহারা মরুভূমিতে৷ ছবি- রয়টার্স এমন কি, সাহারা মরুভূমির বুকে শুকিয়ে যাওয়া ইরিকি জলাশয়ও এখন জলে টইটুম্বুর হয়ে রয়েছে৷ প্রায় পঞ্চাশ বছর পর সাহারা মরুভূমিতে এই পরিস্থিতি তৈরি হল বলে দাবি করা হচ্ছে৷ ছবি- এপি মরক্কোর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ৩০ থেকে ৫০ বছর পর এত অল্প সময়ের মধ্যে এরকম প্রবল বর্ষণ দেখা গেল৷ উপগ্রহ চিত্রেও এই সাহারা মরুভূমির বদলে যাওয়া চেহারা ধরা পড়েছে৷ ছবি- এপি মরক্কোর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ৩০ থেকে ৫০ বছর পর এত অল্প সময়ের মধ্যে এরকম প্রবল বর্ষণ দেখা গেল৷ ছবি- এপি উত্তর,মধ্য এবং পশ্চিম আফ্রিকার প্রায় ৯ লক্ষ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে সাহারা মরুভূমি৷ বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই বলছেন, গ্লোবাল ওয়ার্মিং-এর বড়সড় প্রভাব পড়তে পারে এই অঞ্চলে৷ ছবি- এপি বিজ্ঞানীদের আশঙ্কা, আবহাওয়ার উপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আফ্রিকার এই অঞ্চলে ঘন ঘন প্রবল ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে৷ ছবি- এপি