দেশ Electricity theft: চুরি করেই আলো জ্বলে সব বাড়িতে, বিদ্যুৎ চুরিতে দেশের এক নম্বরে এই জেলা! টাকার অঙ্কে মাথা ঘুরে যাবে Gallery October 28, 2024 Bangla Digital Desk দেশের প্রায় সর্বত্রই কমবেশি বিদ্যুৎ চুরি হয়৷ তা করতে গিয়ে দুর্ঘটনাও ঘটে৷ কিন্তু ভারতবর্ষে এমন একটি জেলা রয়েছে, যা বিদ্যুৎ চুরিতে দেশের অন্য সব জেলাকে টপকে এক নম্বরে উঠে এসেছে৷ যে জেলার বিরুদ্ধে এই বিপুল বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে, সেটি হল উত্তর প্রদেশের সম্ভল৷ প্রতি মাসে এই জেলায় প্রায় ১১ কোটি টাকার বিদ্যুৎ চুরি হয় বলে অভিযোগ৷ প্রতি মাসে ১১ কোটি টাকার বিদ্যুৎ চুরিই শুধু নয়, সম্ভল জেলায় মোট ১২৩ কোটি টাকার বিদ্যুতের বিলও বকেয়া রয়েছে বলে অভিযোগ৷ কিন্তু কীভাবে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ নিয়মিত চুরি হচ্ছে সম্ভল জেলায়? অভিযোগ, সম্ভলের বিদ্যুৎ চোরেরা বিদ্যুৎ চুরির নতুন নতুন পন্থা অবলম্বন করছে৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই সম্ভলে এই ভাবে প্রকাশ্যে বিদ্যুৎ চুরি চলতে থাকলেও এতদিনে গিয়ে বিদ্যুৎ দফতরের টনক নড়েছে৷ বিদ্যুৎ দফতরের কর্মীরা সম্ভল শহরের অলিতে গলিতে ঢুকে হুকিং করা বিদ্যুতের লাইন কাটছেন, বসানো হচ্ছে স্মার্ট মিটার৷