R G Kar: আরজি কর কাণ্ডে বাড়ছে জট… পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সন্দীপ ঘোষ, সোমবার শুনানির সম্ভাবনা

কলকাতা: এবার পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবারই কোনও নির্দেশ দিলেন না বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।  সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি।

সন্দীপের আইনজীবী জানান, ১৪-১৫ অগাস্ট রাতে কয়েকশো মানুষ বাড়ি ঘেরাও করে।  বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। হাইকোর্টের পর্যবেক্ষণে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে।

ডা: সন্দীপ ঘোষ অনেক ক্ষমতাবান । রাজ্য তাকে নিরাপত্তা দিচ্ছে। চাইলে ৪০০-৫০০ রাজ্যের পুলিশের নিরাপত্তায় থাকুন তিনি। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ করছেন ডা: ঘোষ। হাইকোর্টের নির্দেশ না মানলে কনটেম্প করব। নির্দেশের কোনও বদল হবে না। চাইলে ডা: ঘোষ হলফনামা দিয়ে তার বক্তব্য জানাতে পারে। আতালত তা খতিয়ে দেখবে। একক বেঞ্চে যান, বলুন আপনার বক্তব্য।  কড়া মন্তব্য প্রধান বিচারপতি’র।

ডা: সন্দীপ ঘোষকে সিবিআই দফতরে যেতে বললেন প্রধান বিচারপতি। জানান, যদি বাড়ি থেকে বের হতে ভয় পান, তাহলে পুলিশ নিরাপত্তা দেবে। আরজি কর থেকে সরতে হলেও স্বাস্থ্যভবন তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ করে। যা নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয় সেখানকার পড়ুয়াদের মধ্যে।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে আরজি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলার তদন্ত করছে সিবিআই। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকেও  জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে যে কোনও সময়।