চিকিৎসার জন্য নতুন লুকে সঞ্জয় দত্ত, ভিডিও শেয়ার করে বললেন ক্যানসারকে হারাবো !

#মুম্বই: গোটা দেশবাসী চমকে গিয়েছিল খবরটি জেনে, যে মারণ রোগ ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত৷ কেউ যেন বিশ্বাসই করে উঠতে পারছিল না সঞ্জুবাবার এই ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ৷ গোটা দেশের মানুষ সঞ্জয় দত্তের সুস্থ হয়ে ওঠার প্রার্থনাতে মগ্ন ৷ এমনকী, বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সঞ্জয় দত্ত ফ্যানদের অনুরোধ করলেন, তাঁর জন্য যে প্রার্থনা করে সবাই ৷

সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সঞ্জয় দত্তের রুগ্ন ও অসুস্থ চেহারা৷ ক্যানসার একেবারেই যেন শরীরকে দুমড়ে, মুচড়ে ভেঙে দিয়েছে ৷ ফ্যানেরা তো সেই ছবি ও ভিডিও দেখে চিনতেই পারেনি সঞ্জয় দত্তকে ৷

তবে এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন একটি ভিডিও ৷ যেখানে সঞ্জয় দত্তকে দেখা গেল চুল কাটাতে এক হেয়ার স্যালোঁতে বসে ৷ কপালে তাঁর ক্ষতের চিহ্ন৷ চিকিৎসা যে শুরু হয়েছে, কপালের সেই চিহ্নই তাঁর প্রমাণ ৷ আর এবার এই চিকিৎসার কারণে, ছোট ছোট করে চুল কেটে সঞ্জুবাবার এখন নতুন লুক ৷

মারণ রোগ ক্যানসারও যে তাঁর মনোবলকে ভাঙতে পারেনি তা এই ভিডিও থেকেই প্রমাণ ৷ আর তাই তো নিজের কপালের ক্ষত চিহ্ন দেখিয়ে সঞ্জয় বলে উঠলেন, ‘ক্যানসারকে হারাবোই… আবার সুস্থ জীবনে ফিরব ৷’

 

View this post on Instagram

 

My day just got better with @duttsanjay entering our Salon HA… It’s always such a delight to see him but today was something else…. A whole lot of emotions caught up as we go a long way and share such beautiful memories together.❤️ Sanjay Dutt at Salon Hakim’s Aalim after getting a haircut done with all the necessary precautions Instructed by the government and the experts. #SanjayDutt #AalimHakim #Rockstar #SalonHakimsAalim #TeamHA #SafetyFirst #Precautions #Hygiene #SocialDistancing #NewNorms #TeamHakimsAalim #SalonLife #Viral #Trending #MovieLife #razorcuts #ActorsLife #fighter #warrior #babarocks #friends #menshair #mensfunkyhairstyle #funkyhaircolouring #legacy #habarberingcompany? @duttsanjay @aalimhakim

A post shared by Aalim Hakim (@aalimhakim) on


সঞ্জয় দত্তের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ফ্যানেরাও তাঁর এই ভিডিও থেকে সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা জানিয়েছেন ৷