Kolkata Tram: কলকাতায় স্কটিশ পর্যটক, উঠলেন ট্রামে! তারপরই যা ঘটল, মন ভাল করা ভিডিও

কলকাতা: যারা ঘুরতে ভালবাসেন তাঁদের কাছে অতিপরিচিত হল ভল্গ। এই ভল্গের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে পরিচিতি এখন আরও সহজ হয়েছে। কোথাও না গিয়েই সেখানে পৌঁছে যাওয়া যায় এখন একটি ভিডিওর মাধ্ম্যেই। তেমনই একজন স্কটিশ ভল্গার ডেল ফিলিপ এবারে পা রাখলেন কলকাতার বুকে। কলকাতার বুকে পা রেখে তিনি ট্রামও চড়লেন। কথা বললেন সহযাত্রীদের সঙ্গেও। তাঁর এই ভিডিও এখন রীতিমত ভাইরাল।
ট্রাম কলকাতার ঐতিহ্যের একটি অংশ। শহর কলকাতা এবং ট্রাম যেন একে অপরের পরিপুরক। এই ঐতিহ্যের সূত্রপাত সেই ব্রিটিশ আমল থেকে। তাই কলকাতায় একজন পর্যটক হিসাবে এসে ডেল প্রথমেই ট্রাম চড়তে আগ্রহী ছিলেন।

আরও পড়ুন: মমতার নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা, এবার সরকারি গাড়িও ছাড়লেন অখিল গিরি

 

View this post on Instagram

 

A post shared by Dale Philip (@daleroxxu)

ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খুশি মনে ট্রামে উঠছেন। কন্ডাক্টরকে টিকিটের মূল্য জিজ্ঞেস করছেন, যখন তিনি জানতে পারলেন যে টিকিটের দাম মাত্র ৬ টাকা কিন্তু তিনি ১০০ টাকার নোট ধরিয়ে দেন কারণ তাঁর কাছে খুচরো ছিল না। এরপরেই তিনি কথা বলতে শুরু করেন পাশের সহযাত্রীর সঙ্গে। তাঁকে তিনি নাম জিজ্ঞেস করলে তিনি জানান, তাঁর নাম সুহেল আখতার। তারপর কথোপকথন আরও এগোলে সুহেল বলেন ভারতবর্ষে ধর্মীয় বিষয়ে কোনও সমস্যা হয় না। এই দেশের নির্দিষ্ট কোনও ধর্ম নেই, এখানে হিন্দু, মুসলিম, ক্রিশ্চান সবাই মিলে মিশে সুন্দর ভাবে জীবন যাপন করে বলে জানান সুহেল। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ তাও জানান সুহেল।
শুধু এখানেই থেমে থাকেননি সুহেল, তিনি বলেন, ভারতে মানুষে মানুষে কোনও বিভেদ নেই। এখানে সবাই বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায়।
এরপরে আতিথেয়তা বশত ডেলের টিকিটটাও কেটে দেন সুহেল। ডেলের এই ভিডিওতে সুহেলের এই ব্যবহার মুগ্ধ করেছে নেটাগরিকদের। ইতিমধ্যেই এই ভিডিও টি ইন্সটাগ্রামে ১৫ লক্ষ ভিউস ছাড়িয়ে গেছে।
সুহেলের এই মন্তব্যের প্রেক্ষিতে একজন লিখেছেন, “আমি ভারতের নাগরিক নই, তবে দেশকে এই ভাবে সম্মান করার জন্য আমি এই ব্যক্তিকে শ্রদ্ধা করি।”
অন্য একজন লিখেছেন, “ভারতের আরও সুহেলের মতন মানুষের প্রয়োজন”। আর একজন একটি মুকুটের ইমোজি এঁকে লিখেছেন “সুহেল ভাই এটা তোমার জন্য।”
সুহেল আখতারের মন্তব্যে মোহিত গোটা নেটপাড়া।