WPL 2024: মহিলা আইপিএলের উদ্বোধনে মহাচমক! পারফর্ম করবেন শাহরুখ খান, থাকছে আরও চমক

বেঙ্গালুরু: প্রথম মরশুমেই ব্যাপক সাফল্য পেয়েছিল উইমেন্স প্রিমিয়ার লিগ। শুক্রবার থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতার দ্বিতীয় মরশুম। এবারই ৫টি দল নিয়েই হবে প্রতিযোগিতা। আইপিএলের মতই উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম দিনে বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন করা হয়েছে। গতবারও হয়েছিল ওপেনিং সেরেমনি। তবে এবার মহিলা আইপিএলের উদ্বোধনে সবথেকে বড় চমক হতে চলেছে শাহরুখ খানের পারফরম্যান্স।

উইমেন্স প্রিমিয়ার লিগের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্টানে শাহরুখ খানের থাকার কথা। ফলে কিং খান থাকায় প্রথম দিনই প্রতিযোগিতার উন্মাদনা আরও কয়ের গুণ বেড়ে যাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও পারফরম্যান্স করবেন কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা এবং শাহিদ কপুর।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, চোখ বন্ধ করলে কোন রং দেখা যায়? উত্তর জালে চমকে যাবেন

প্রসঙ্গত, এবার উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। গতবারের দুই ফাইনালিস্টের লড়াই দেখার জন্য মুখিয়ে ক্রিকেট প্রেমিরা। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। গতবারে পুরো প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মুম্বইতে। এবার দুটি শহর দিল্লি ও বেঙ্গালুরুতে হবে প্রতিযোগিতা। ফাইনাল ১৭ মার্চ।