২০২৩ সাল ভারতীয় চলচ্চিত্রের জন্য খুবই ঘটনাবহুল বছর। এ বছর ইন্ডাস্ট্রিতে অনেক রেকর্ড ভেঙেছে। পাঠান, জওয়ান, গদর ২, অ্যানিমাল এবং এখন সালারের মতো চলচ্চিত্রগুলি বক্স অফিসে কোটি কোটি আয় করেছে এবং অনেক রেকর্ড ভেঙেছে। ২০২৩ সালে ব্যর্থ চলচ্চিত্রের কোনও অভাব ছিল না।

Shah Rukh Khan: ‘ডাঙ্কি’র শাহরুখ এবার একদম অন্য লুকে ‘ধুম ৪’-এ! সত্যি নাকি শুধুই গুঞ্জন

চলতি বছরে পর পর দু’টি ব্লকবাস্টার উপহার দিয়েছেন শাহরুখ খান। তৃতীয় ছবি ‘ডাঙ্কি’ এখনও ব্যবসা করছে। আর তাঁর মাঝেই গুঞ্জন যশ রাজ ফিল্মসের সবচেয়ে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি অর্থাৎ ‘ধুম ৪’-এ নাকি মুখ্য ভূমিকায় দেখা যাবে কিং খানকে।
চলতি বছরে পর পর দু’টি ব্লকবাস্টার উপহার দিয়েছেন শাহরুখ খান। তৃতীয় ছবি ‘ডাঙ্কি’ এখনও ব্যবসা করছে। আর তাঁর মাঝেই গুঞ্জন যশ রাজ ফিল্মসের সবচেয়ে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি অর্থাৎ ‘ধুম ৪’-এ নাকি মুখ্য ভূমিকায় দেখা যাবে কিং খানকে।
এই খবর প্রকাশ্যে আসতেই বছর শেষে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে অনুরাগীদের মাঝে। কিন্তু একটি সংবাদ মাধ্যাম সূত্রে খবর, নির্মাতারা এই ছবি নিয়ে কাজ করছেন ঠিকই, কিন্তু কাস্ট এখনও ঠিক করা হয়নি।
এই খবর প্রকাশ্যে আসতেই বছর শেষে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে অনুরাগীদের মাঝে। কিন্তু একটি সংবাদ মাধ্যাম সূত্রে খবর, নির্মাতারা এই ছবি নিয়ে কাজ করছেন ঠিকই, কিন্তু কাস্ট এখনও ঠিক করা হয়নি।
তাই 'ধুম ৪'-এ শাহরুখের অভিনয় করার খবরটি ভিত্তিহীন। অনেকেই ভেবে ছিলেন চলতি বছরে শাহরুখের সাফল্য দেখে এই ছবিতে হয়তো তাঁর কথাই ভাবছেন নির্মাতারা কিন্তু প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সেরকম পদক্ষেপ নেওয়া হয়নি।
তাই ‘ধুম ৪’-এ শাহরুখের অভিনয় করার খবরটি ভিত্তিহীন। অনেকেই ভেবে ছিলেন চলতি বছরে শাহরুখের সাফল্য দেখে এই ছবিতে হয়তো তাঁর কথাই ভাবছেন নির্মাতারা কিন্তু প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সেরকম পদক্ষেপ নেওয়া হয়নি।
২০০৪ সালে ধুম সিরিজের প্রথম ছবি মুক্তি পায়। এই ছবিটিকে কাল্ট ক্লাসিকের তকমা দেওয়া হয়। একেবারে নতুন ধরনের কনসেপ্টের উপর তৈরি হয়েছিল ছবিটি। সুপারবাইক, লুট, ব্যাংক ডাকাতি সবটা মিলিয়ে আলাদাই একটা মাত্রা দিয়েছিল ছবিটিকে।
২০০৪ সালে ধুম সিরিজের প্রথম ছবি মুক্তি পায়। এই ছবিটিকে কাল্ট ক্লাসিকের তকমা দেওয়া হয়। একেবারে নতুন ধরনের কনসেপ্টের উপর তৈরি হয়েছিল ছবিটি। সুপারবাইক, লুট, ব্যাংক ডাকাতি সবটা মিলিয়ে আলাদাই একটা মাত্রা দিয়েছিল ছবিটিকে।
 প্রথম ছবিতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। পরবর্তী দু’টি ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন যথাক্রমে হৃতিক রোশন এবং আমির খান।
প্রথম ছবিতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। পরবর্তী দু’টি ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন যথাক্রমে হৃতিক রোশন এবং আমির খান।
আর এই সিরিজের চতুর্থ ছবিতে বলিউডের বাদশাকে দেখা যাবে এমন গুঞ্জন শুরু হয়েছিল। যদিও আবার অন্য একাংশের মতে দক্ষিণী অভিনেতা রাম চরণ নাকি এই ছবিতে থাকবেন। তবে দুটি মতই ভিত্তিহীন, কারণ নির্মাতাদের পক্ষ থেকে কিছুই এখনও চূড়ান্ত হয়নি।
আর এই সিরিজের চতুর্থ ছবিতে বলিউডের বাদশাকে দেখা যাবে এমন গুঞ্জন শুরু হয়েছিল। যদিও আবার অন্য একাংশের মতে দক্ষিণী অভিনেতা রাম চরণ নাকি এই ছবিতে থাকবেন। তবে দুটি মতই ভিত্তিহীন, কারণ নির্মাতাদের পক্ষ থেকে কিছুই এখনও চূড়ান্ত হয়নি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আপাতত ‘টাইগার ভার্সাস পাঠান’ ছবিটি নিয়ে ব্যস্ত শাহরুখ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আপাতত ‘টাইগার ভার্সাস পাঠান’ ছবিটি নিয়ে ব্যস্ত শাহরুখ।