শ্যাম্পুর পাতা কেনা লাভ নাকি বোতল? বেশি থাকে কোনটায়! বড় রহস্য ফাঁস

শ্য়াম্পুর পাতা কিনলে লাভ! নাকি বোতল কিনলে! অনেকেই এই উত্তর খুঁজে বেড়ান। আজ আমরা বড় রহস্যের উন্মোচন করব।
শ্য়াম্পুর পাতা কিনলে লাভ! নাকি বোতল কিনলে! অনেকেই এই উত্তর খুঁজে বেড়ান। আজ আমরা বড় রহস্যের উন্মোচন করব।
অনেকেই জানেন না, শ্যাম্পুর আবিষ্কার হয়েছিল ভারতেই। একটা সময় ভেষজ সেদ্ধ করে তা থেকে নির্যাস বের করা হত। সেটাই ছিল সেই আমলের শ্যাম্পু।
অনেকেই জানেন না, শ্যাম্পুর আবিষ্কার হয়েছিল ভারতেই। একটা সময় ভেষজ সেদ্ধ করে তা থেকে নির্যাস বের করা হত। সেটাই ছিল সেই আমলের শ্যাম্পু।
১৮১৪ সালে প্রথম ব্রিটেনকে শ্যাম্পুর কথা জানানো হয় ভারতের তরফে। ভারতীয় ব্যবসায়ী দীন মহম্মদ শ্যাম্পুর কথা জানান।
১৮১৪ সালে প্রথম ব্রিটেনকে শ্যাম্পুর কথা জানানো হয় ভারতের তরফে। ভারতীয় ব্যবসায়ী দীন মহম্মদ শ্যাম্পুর কথা জানান।
ধরুন আপনি একটি সংস্থার শ্যাম্পুর পাতা কিনলেন এক টাকা দিয়ে। তাতে আপনি ৬ এমএল শ্যাম্পু পাবেন।
ধরুন আপনি একটি সংস্থার শ্যাম্পুর পাতা কিনলেন এক টাকা দিয়ে। তাতে আপনি ৬ এমএল শ্যাম্পু পাবেন।
ধরা গেল সেই একই ব্র্যান্ডের শ্যাম্পুর ১০০ এমএল বোতলের দাম ৬০ টাকা। এবার আপনি ভেবে দেখুন, ৬০ টাকার শ্যাম্পুর পাতা কিনলে আপনি পাবেন ৩৬০ এমএল শ্যাম্পু।
ধরা গেল সেই একই ব্র্যান্ডের শ্যাম্পুর ১০০ এমএল বোতলের দাম ৬০ টাকা। এবার আপনি ভেবে দেখুন, ৬০ টাকার শ্যাম্পুর পাতা কিনলে আপনি পাবেন ৩৬০ এমএল শ্যাম্পু।
আসলে সংস্থাগুলি মনে করে, শ্যাম্পুর বোতল কেনে উচ্চবিত্তরা। আর শ্যাম্পুর পাতা বাজারে থাকে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষের জন্য।
আসলে সংস্থাগুলি মনে করে, শ্যাম্পুর বোতল কেনে উচ্চবিত্তরা। আর শ্যাম্পুর পাতা বাজারে থাকে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষের জন্য।
তবে একগাদা শ্যাম্পুর পাউচ কিনলে তা প্রচুর প্লাস্টিক বর্জ্য তৈরি করে। সেক্ষেত্রে বোতল কিনে আপনি প্রকৃতিতে দূষণ অনেকটা কমাতে পারেন।
তবে একগাদা শ্যাম্পুর পাউচ কিনলে তা প্রচুর প্লাস্টিক বর্জ্য তৈরি করে। সেক্ষেত্রে বোতল কিনে আপনি প্রকৃতিতে দূষণ অনেকটা কমাতে পারেন।