অকালে বড় ছেলেকে হারিয়ে শোকে পাথর অভিনেতা

Bollywood Actor: মাত্র ১১ বছরে মর্মান্তিক মৃত্যু! অকালে হারান বড় ছেলেকে, সন্তানের মৃত্যুশোক মনে পড়তেই বুকফাটা কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা

 বহুদিন বাদে আবারও চলচ্চিত্রে ফিরতে চলেছেন বলিউড অভিনেতা শেখর সুমন৷ স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি-দিয়ে কামব্যাক করেছেন তিনি৷ একাধিক অভিনয়ে দারুণ জনপ্রিয়তার পর এবার সম্পূর্ণ নতুন ভাবে তিনি ফিরতে চলেছেন৷
বহুদিন বাদে আবারও চলচ্চিত্রে ফিরতে চলেছেন বলিউড অভিনেতা শেখর সুমন৷ স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি-দিয়ে কামব্যাক করেছেন তিনি৷ একাধিক অভিনয়ে দারুণ জনপ্রিয়তার পর এবার সম্পূর্ণ নতুন ভাবে তিনি ফিরতে চলেছেন৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কষ্টের কথা তুলে ধরলেন অভিনেতা৷ পুরনো সেই শোকের কথা মনে পড়তেই কান্নায় ভেঙে পড়লেন বলি অভিনেতা৷ যা দিন দিন কষ্ট বাড়াচ্ছে অভিনেতার৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কষ্টের কথা তুলে ধরলেন অভিনেতা৷ পুরনো সেই শোকের কথা মনে পড়তেই কান্নায় ভেঙে পড়লেন বলি অভিনেতা৷ যা দিন দিন কষ্ট বাড়াচ্ছে অভিনেতার৷
মাত্র ১১ বছরেই অকালে  না ফেরার দেশে চলে যায় শেখর সুমনের বড় ছেল আয়ুষ৷ ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়লেন শেখর সুমন৷
মাত্র ১১ বছরেই অকালে না ফেরার দেশে চলে যায় শেখর সুমনের বড় ছেল আয়ুষ৷ ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়লেন শেখর সুমন৷
ঠিক কী হয়েছিল অভিনেতার ছেলে আয়ুষের?  অভিনেতা জানান, তাঁর বড় ছেলের এন্ডমায়োকার্ডিয়াল ফাইব্রোসিস বা ইএমএফ রোগ হয়েছিল। এই রোগে মূলত হার্ট বিকল হয়ে যায়। এই রোগের কথা বলতে গিয়েই অভিনেতা একদিকে যেমন সচেতনতা ছড়ান, তেমনই ছেলের মৃত্যুর কথা ভেবে কেঁদে ফেলেন।
ঠিক কী হয়েছিল অভিনেতার ছেলে আয়ুষের? অভিনেতা জানান, তাঁর বড় ছেলের এন্ডমায়োকার্ডিয়াল ফাইব্রোসিস বা ইএমএফ রোগ হয়েছিল। এই রোগে মূলত হার্ট বিকল হয়ে যায়। এই রোগের কথা বলতে গিয়েই অভিনেতা একদিকে যেমন সচেতনতা ছড়ান, তেমনই ছেলের মৃত্যুর কথা ভেবে কেঁদে ফেলেন।
ইএমএফ এমন একটা রোগ, যা লাখে একজনের হয়৷ ভারতে হয়তো এই রোগ ৩-৪ জনের হয়েছে৷ মূলত এই রোগের কোনও চিকিৎসা হয় না,হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া৷
ইএমএফ এমন একটা রোগ, যা লাখে একজনের হয়৷ ভারতে হয়তো এই রোগ ৩-৪ জনের হয়েছে৷ মূলত এই রোগের কোনও চিকিৎসা হয় না,হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া৷
শেখর সুমন জানান,  ওকে নিয়ে যখন আমরা তড়িঘড়ি হাসপাতালে যাই, তখনই চিকিৎসক বলেন, ও আর নেই৷ ওকে আঁকড়ে গোটা রাত শুয়ে ছিলাম৷ খুব খুব কেঁদেছি, অলকাও খুব কেঁদেছিল সেদিন৷ তারপর ধীরে ধীরে একটু একটু করে সবটা স্বাভাবিক হয়৷ ভেবেছিলাম কষ্টটা পরে কমবে, কিন্তু এই কষ্টটা দিন দিন বেড়েই চলেছে৷
শেখর সুমন জানান, ওকে নিয়ে যখন আমরা তড়িঘড়ি হাসপাতালে যাই, তখনই চিকিৎসক বলেন, ও আর নেই৷ ওকে আঁকড়ে গোটা রাত শুয়ে ছিলাম৷ খুব খুব কেঁদেছি, অলকাও খুব কেঁদেছিল সেদিন৷ তারপর ধীরে ধীরে একটু একটু করে সবটা স্বাভাবিক হয়৷ ভেবেছিলাম কষ্টটা পরে কমবে, কিন্তু এই কষ্টটা দিন দিন বেড়েই চলেছে৷
শেখর আরও বলেন, ছেলেকে বাঁচানোর জন্য প্রচুর প্রচুর চেষ্টা করেছিলাম, তবে শেষ পর্যন্ত আর কিছুই করা যায়নি৷ তবে এই কঠিন রোগ নিয়ে আয়ুষ ৪ বছর বেঁচে ছিল৷ এই কথা বলতে গিয়েই শোকে পাথর অভিনেতা৷  উল্লেখ্য, অভিনেতার ছোট ছেলে হলেন অধ্যয়ন সুমন, যিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা৷
শেখর আরও বলেন, ছেলেকে বাঁচানোর জন্য প্রচুর প্রচুর চেষ্টা করেছিলাম, তবে শেষ পর্যন্ত আর কিছুই করা যায়নি৷ তবে এই কঠিন রোগ নিয়ে আয়ুষ ৪ বছর বেঁচে ছিল৷ এই কথা বলতে গিয়েই শোকে পাথর অভিনেতা৷ উল্লেখ্য, অভিনেতার ছোট ছেলে হলেন অধ্যয়ন সুমন, যিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা৷