একটি পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় শোয়েব বলেন, মন যেটা বলে সেটাই করা উচিৎ সবার। আমিও সেটাই করেছি। লোকে কী ভাববে সেটা ভাবতে বসলে তো বছরের পর বছর এভাবেই কেটে যাবে।

Shoaib Malik: নতুন বিয়ের পর কাটেনি কয়েক ঘণ্টাও, ‘সুখবর’ পেলেন শোয়েব মালিক

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের মধ্যে বিচ্ছেদ নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটে শনিবার সকালে। নিজের তৃতীয় বিয়ের ঘোষণা করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। তৃতীয়বারের জন্য জীবনের ২২ গজে নতুন ইনিংস শুরু করেন পাক তারকা। শোয়েব মালিক বিয়ে করেছেন অভিনেত্রী সানা জাভেদকে। আর বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সুখবর পেলেন শোয়েব মালিক। ইনস্টাগ্রামে নিজেই সেই সুখবর শেয়ার করেন পাক তারকা।

শোয়েব মালিকের এই সুখবর অবশ্য ক্রিকেট মাঠের। শোয়েব মালিক বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলছেন। রংপুর রাইডার্সের বিরুদ্ধে এক অনন্য রেকর্ডের মালিক হলেন পাক তারকা। ক্রিস গেইলের বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১৩ হাজার রানের মালিক হলেন শোয়েব মালিক। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেওয়ার পর ফ্যানেরা তাঁকে শুভেচ্ছা জানান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৪ ম্যাচে ২৪৩৫ রান করেছেন শোয়েব মালিক। ২০০৯ সালে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শোয়েব মালিক। ২০২১ সালে ২০ নভেম্বরের পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি শোয়েব মালিক। তবে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ খেলেন তিনি। বিপিএলের ম্যাচে ১৭ রান ইনিংস খেলে সবধরনের টি-২০ ক্রিকেট মিলিয়ে ১৩ হাজারের রানের মাইলস্টোন পেরিয়ে গেলেন শোয়েব মালিক।

আরও পড়ুনঃ India vs Bangladesh: তেড়ে যাওয়া থেকে ধাক্কা দেওয়া! ছোটদের বিশ্বকাপেও ভারত-বাংলাদেশ ম্যাচে মাঠে তুমুল ঝামেলা

 

View this post on Instagram

 

A post shared by Shoaib Malik (@realshoaibmalik)

প্রসঙ্গত,ব্যক্তিগত জীবনে বিয়ের হ্যাটট্রিক করেছেন শোয়েব মালিক। তৃতীয়বারের মতো সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি। ২০০২ সালে আয়েশাকে প্রথম বিয়ে করেন। এরপর ২০১০ সালে আয়েশাকে ডিভোর্স দেন। তারপর বেশ কয়েক মাস সানিয়া মির্জার সঙ্গে প্রেম করেন এবং তাকে বিয়ে করেন। তবে বিগত বেশ কয়েক মাস ধরেই সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হতে পারে সেই খবর আসছিল। ২০ জানুয়ারি সকালে অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের খবর দেন শোয়েব। ফলে সানিয়া-শোয়েবের সম্পর্কে সরকারিভাবে ইতি পড়ল।