বিনোদন Shreya Ghoshal: ‘এ যে শরীরের চিৎকার…’ ! মঞ্চে প্রতিবাদী শ্রেয়া! গানে গানেই গর্জে উঠলেন গায়িকা Gallery October 20, 2024 Bangla Digital Desk শনিবার গানে গানে ভাসল কলকাতা। শহরে কনসার্ট করতে এসেছিলেন শ্রেয়া ঘোষাল। সেপ্টেম্বরের কনসার্ট পিছিয়ে হল ১৯ অক্টোবর। শ্রেয়া যখন শহরে পা রাখলেন, তত দিনে আরজি কর কাণ্ডের ৭০ দিন পেরিয়েছে। সেই নৃশংস ঘটনার প্রতিবাদে কনসার্ট সাময়িক ভাবে পিছিয়ে দিয়েছিলেন তিনি। শনিবার মঞ্চে উঠে কনসার্টের শেষে নিজের মতো করে প্রতিবাদ করলেন বাঙালি গায়িকা। নারী নির্যাতনের বিরুদ্ধে কণ্ঠ ছেড়ে গেয়ে উঠলেন, “শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তাই ভাঙে পাড়, ভাসে ঘর, ভাঙে চেনা সুপ্তি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তুমি বন্ধু আজ শুনবে…।’ আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার অনুষ্ঠান পিছিয়ে দিলেন শ্রেয়া। এক বিবৃতি দিয়ে লিখেছিলেন, ‘নির্যাতিতা কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছে, তা ভাবতে পর্যন্ত পারছি না। একজন মহিলা হিসাবে এই ঘটনায় নৃশংসতায় গায়ে কাঁটা দিচ্ছে।’