Shreya Ghoshal: ঝুলিতে ৫ জাতীয় পুরস্কার! একটি গানের জন্য কত টাকা নেন শ্রেয়া, ধন-কুবেরও লজ্জা পাবে

শ্রেয়া ঘোষাল। বলিউডের অন্যতম সফল গায়িকাদের মধ্যে একজন। শুধু বলিউডই নয়, টলিউড-সহ একাধিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব তাঁর।
শ্রেয়া ঘোষাল। বলিউডের অন্যতম সফল গায়িকাদের মধ্যে একজন। শুধু বলিউডই নয়, টলিউড-সহ একাধিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব তাঁর।
দীর্ঘ কেরিয়ারে মোট পাঁচ-পাঁচটি জাতীয় পুরস্কার শ্রেয়ার ঝুলিতে। ১৯৯৬ সালে সারেগামাপা থেকে গায়িকা হওয়ার সফর শুরু হয় তাঁর।
দীর্ঘ কেরিয়ারে মোট পাঁচ-পাঁচটি জাতীয় পুরস্কার শ্রেয়ার ঝুলিতে। ১৯৯৬ সালে সারেগামাপা থেকে গায়িকা হওয়ার সফর শুরু হয় তাঁর।
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শ্রেয়াকে। সঞ্জয় লীলা ভন্সালীর হাত ধরে 'দেবদাস' ছবিতে হাতেখড়ি হয় গায়িকার। তার পর একের পর এক ছবিতে গিট গান দেন তিনি।
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শ্রেয়াকে। সঞ্জয় লীলা ভন্সালীর হাত ধরে ‘দেবদাস’ ছবিতে হাতেখড়ি হয় গায়িকার। তার পর একের পর এক ছবিতে গিট গান দেন তিনি।
বলিউডে দু’দশক পার। শ্রেয়ার সম্পত্তির পরিমাণ কিন্তু নিছক কম নয়। নিউজ18-এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, শ্রেয়ার মোট সম্পত্তির পরিমাণ ১৮০-১৮৫ কোটি টাকা। কিন্তু একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া?
বলিউডে দু’দশক পার। শ্রেয়ার সম্পত্তির পরিমাণ কিন্তু নিছক কম নয়। নিউজ18-এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, শ্রেয়ার মোট সম্পত্তির পরিমাণ ১৮০-১৮৫ কোটি টাকা। কিন্তু একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া?
একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রতি গান পিছু ২৫ লক্ষ টাকা করে নেন শ্রেয়া। সম্পত্তির বিষয়ক কোনও তথ্যেই যদিও গায়িকা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও শিলমোহর বসানো হয়নি।
একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রতি গান পিছু ২৫ লক্ষ টাকা করে নেন শ্রেয়া। সম্পত্তির বিষয়ক কোনও তথ্যেই যদিও গায়িকা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও শিলমোহর বসানো হয়নি।
বলিউডের পাশাপাশি বাংলা, তামিল, তেলুগু, একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। একাধিক অ্যালবামও আছে তাঁর।
বলিউডের পাশাপাশি বাংলা, তামিল, তেলুগু, একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। একাধিক অ্যালবামও আছে তাঁর।
স্টেজ শোয়েও পারফর্ম করেন শ্রেয়া। তাঁকে দেখতে ভিড় জমান লাখ লাখ দর্শক।
স্টেজ শোয়েও পারফর্ম করেন শ্রেয়া। তাঁকে দেখতে ভিড় জমান লাখ লাখ দর্শক।