শুভা মুদগলের ‘ভজন সন্ধ্যা’ কলকাতায়, জন্মাষ্টমীর আগেই কৃষ্ণপ্রেমে মজবে শহর

Shubha Mudgal: শুভা মুদগলের ‘ভজন সন্ধ্যা’ কলকাতায়, জন্মাষ্টমীর আগেই কৃষ্ণপ্রেমে মজবে শহর

কলকাতা: আর কিছুদিন পরেই জন্মাষ্টমী। কৃষ্ণ ভজনায় মাতবে গোটা দেশ। তবে কলকাতার জন্য এবারের জন্মাষ্টমীতে বড় চমক। শহরে এবার জন্মাষ্টমী পালন দু’দিন আগেই।

কলকাতার মানুষকে ভজন গেয়ে শোনাবেন স্বয়ং শুভা মুদগল। একটা গোটা সন্ধ্যা উনি শুধু ভজন গাইবেন। এমন ‘ভজন সন্ধ্যা’ কলকাতায় সম্ভবত এই প্রথম করছেন শুভা মুদগল। নিঃসন্দেহে কলকাতার শ্রোতাদের কাছে এ এক পরম প্রাপ্তি। সৌজন্যে ‘সংষ্কৃতি সাগর’, ‘ভারতীয় বিদ্যা ভবন’।

আগামী ২৪ আগস্ট, জি ডি বিড়লা সভাঘরে, সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে শুভা মুদগলের ‘ভজন সন্ধ্যা’। সঙ্গীতশিল্পীর কথায়, ‘‘কৃষ্ণ ভজন ছাড়াও সগুন-নির্গুণ ট্রাডিশনের ভজন, সুফি শোনাবার ইচ্ছে আছে। আমি বহু বছর ধরেই কলকাতায় অনুষ্ঠান করে আসছি। কলকাতা সংষ্কৃতির পীঠস্থান। আমার মনে আছে, আমার গুরু শ্রীমতি নয়না দেবীজির সঙ্গে আমি প্রথম কলকাতায় অনুষ্ঠান করতে আসি। সেই সময় মূলত আমি তানপুরায় সঙ্গত করেছিলাম। আর মাঝে মাঝে গুরুজীর সঙ্গে গলা মিলিয়েছিলাম। কলকাতা আমায় আপন করে নিয়েছিল। সেই উষ্ণতা আজও কলকাতায় অনুষ্ঠান করতে এলে আমি অনুভব করি।’’

‘ভজন সন্ধ্যা’-য় শুভাজীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত অন্বেষ প্রধান, হারমোনিয়ামে থাকবেন পণ্ডিত সুধীর নায়েক এবং পারকাশনে থাকবেন সিদ্ধার্থ পদিয়ার।