রোহিতের উইকেট হারালেও আহমেদাবাদে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গিল এবং পূজারা

আহমেদাবাদ: শুক্রবার আহমেদাবাদ টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে ৪৪৪ রানে পিছিয়েছিল ভারত। বিনা উইকেটে ৩৬ করেছিল ভারত। আজ দেখার ছিল এই জায়গা থেকে কতটা নিজেদের ইনিংসের উন্নতি ঘটাতে পারেন গিল এবং রোহিত শর্মা। শনিবার সকালে শুরুটা খারাপ করেনি ভারত। অধিনায়ক রোহিত (৩৫) দেখার মত বাউন্ডারি এবং ছক্কা ও মারলেন।

তারপর অবশ্য একটু তাড়াহুড়ো করতে গিয়ে খুনেম্যানের বলে উইকেট দিয়ে এলেন তিনি। এরপর অবশ্য লাঞ্চ বিরতির আগে পর্যন্ত শুভমন এবং পূজারা মিলে ধৈর্য দেখালেন। পরিস্থিতি বুঝে ব্যাটিং করলেন। যেমন স্কোর বোর্ড চালু রাখলেন, তেমনই লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন। উইকেটে সেরকম বাউন্স এবং সুইং এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না।

পূজারা স্পিনারদের বিরুদ্ধে পায়ের ব্যবহার করলেন একাধিকবার। সিনিয়র ব্যাটসম্যান হিসেবে তার দায়িত্ব হবে একটা বড় ইনিংস খেলার। শেষবার ভারতের জার্সিতে পঞ্চাশ করেছিলেন। আমেদাবাদেও পুজারার থেকে সেটাই চাইছে ভারত। অন্যদিকে গিল নিজের স্বাভাবিক ক্রিকেট খেলে যদি একটা সেঞ্চুরি করতে পারেন তার থেকে ভাল কী হতে পারে?

কন্ডিশন ব্যাটিংয়ের পক্ষে আদর্শ। নিজে ভুল না করলে ব্যাটসম্যানদের আউট হওয়া মুশকিল। নাথান লায়নকে এখনও পর্যন্ত বিপদজনক হতে দেননি ভারতীয় ব্যাটসম্যানরা। গ্রিন তার উচ্চতা কাজে লাগিয়ে শর্ট বল করে পরীক্ষা নিতে চাইছেন ভারতীয় ব্যাটসম্যানদের। তবে বুদ্ধি করে সামলে দিয়েছেন দুজনেই। দুই ভারতীয় ব্যাটসম্যান যতটা সম্ভব সোজা ব্যাটেই খেলতে চাইছেন। একবার অবশ্য মরফির বলে আউট হতে হতে বেঁচে গেলেন গিল। বলটা অনেকটা ঘুরেও উইকেটের ওপর দিয়ে বেরিয়ে গেল।