টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি শুভমান গিল। জিম্বাবোয়ে সফরে দলে ফিরে সামলেছিলেন নেতৃত্বের দায়িত্ব। দলকে সিরিজও জিতিয়েছিলেন তরুণ তারকা।

Ind vs Zim: টপ অর্ডারে জোর ঠেলাঠেলি! তৃতীয় T20-র আগে চিন্তার ভাঁজ অধিনায়ক শুভমান গিলের কপালে

: T20 WC জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা দলে বড় একটা বদল পছন্দ করেন  না৷ কিন্তু তরুণ অধিনায়ক শুভমান গিল এই মুহূর্তে জিম্বাবোয়েতে বড় চাপের মুখে৷ কারণ ভারত বনাম জিম্বাবোয়ের ২ টি ম্যাচ হয়ে যাওয়ার পর দলে পরিবর্তন করতে বাধ্য হবেন৷ গিলের নেতৃত্বে ভারতীয় দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ১০০ রানে জয় পেয়েছে৷
: T20 WC জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা দলে বড় একটা বদল পছন্দ করেন  না৷ কিন্তু তরুণ অধিনায়ক শুভমান গিল এই মুহূর্তে জিম্বাবোয়েতে বড় চাপের মুখে৷ কারণ ভারত বনাম জিম্বাবোয়ের ২ টি ম্যাচ হয়ে যাওয়ার পর দলে পরিবর্তন করতে বাধ্য হবেন৷ গিলের নেতৃত্বে ভারতীয় দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ১০০ রানে জয় পেয়েছে৷
কিন্তু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এই উইনিং প্লেয়িং ইলেভেন থেকে ২-৩ জন ক্রিকেটারকে বার করে দেওয়া হতে পারে বলে থিঙ্ক ট্যাঙ্ক সূত্রে খবর৷
কিন্তু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এই উইনিং প্লেয়িং ইলেভেন থেকে ২-৩ জন ক্রিকেটারকে বার করে দেওয়া হতে পারে বলে থিঙ্ক ট্যাঙ্ক সূত্রে খবর৷
সঞ্জু -শিভম- যশস্বী দলের সঙ্গে যোগ দিয়েছেনভারতীয় অধিনায়ক শুভমান গিলের মাথা ব্যাথার কারণ সঞ্জু  স্যামসন, যশস্বী জয়সওয়াল, শিভম দুবে জিম্বাবোয়ে পৌঁছে গেছেন৷ এই তিন ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য৷ ভারতে বিশ্বকাপ জয়ীদের সম্বর্ধনা নেওয়ার পর এঁরা জিম্বাবোয়ে পৌঁছে গেছেন৷
সঞ্জু -শিভম- যশস্বী দলের সঙ্গে যোগ দিয়েছেন
ভারতীয় অধিনায়ক শুভমান গিলের মাথা ব্যাথার কারণ সঞ্জু  স্যামসন, যশস্বী জয়সওয়াল, শিভম দুবে জিম্বাবোয়ে পৌঁছে গেছেন৷ এই তিন ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য৷ ভারতে বিশ্বকাপ জয়ীদের সম্বর্ধনা নেওয়ার পর এঁরা জিম্বাবোয়ে পৌঁছে গেছেন৷
ভারত ৭  জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যখন খেলেছিল এবং ১০০ রানে জিতেছিল সেই দলে সঞ্জু, যশস্বী, শিভমরা ছিলে না৷ কিন্তু তৃতীয় টি টোয়েন্টিতে তাঁদের প্লেয়িং ইলেভেনে জায়গা দিতে হলে উইনিং কম্বিনেশনের তিন ক্রিকেটারকে বসতে হবে নইলে বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের বসতে হবে৷
ভারত ৭  জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যখন খেলেছিল এবং ১০০ রানে জিতেছিল সেই দলে সঞ্জু, যশস্বী, শিভমরা ছিলে না৷ কিন্তু তৃতীয় টি টোয়েন্টিতে তাঁদের প্লেয়িং ইলেভেনে জায়গা দিতে হলে উইনিং কম্বিনেশনের তিন ক্রিকেটারকে বসতে হবে নইলে বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের বসতে হবে৷
সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালকে টি টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে খেলানো হয়নি, তাই শুভমান গিল এবং অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণের উপর চাপ থাকবে এঁদের প্লেয়িং ইলেভেনে রাখার৷ অলরাউন্ডার শিভম দুবে দলের ব্যালান্স ঠিক রাখেন, ফলে তাঁকে খেলালে যে কোনও অধিনায়কই লাভবান হবেন৷
সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালকে টি টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে খেলানো হয়নি, তাই শুভমান গিল এবং অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণের উপর চাপ থাকবে এঁদের প্লেয়িং ইলেভেনে রাখার৷ অলরাউন্ডার শিভম দুবে দলের ব্যালান্স ঠিক রাখেন, ফলে তাঁকে খেলালে যে কোনও অধিনায়কই লাভবান হবেন৷

 

ধ্রুব জুরেলের জায়গায় প্লেয়িং ইলেভেনে আসতে পারেন সঞ্জু স্যামসন৷ শিভম দুবেকে দলে আসতে গেলে জায়গা ছেড়ে দিতে হবে সাই সুদর্শনকে৷ কিন্তু যশস্বী জয়সওয়ালকে টপ অর্ডারে ঢোকাতে গেলে রীতিমতো তোড়জোড় করতে হবে অধিনায়ক শুভমান  গিলকে৷
ধ্রুব জুরেলের জায়গায় প্লেয়িং ইলেভেনে আসতে পারেন সঞ্জু স্যামসন৷ শিভম দুবেকে দলে আসতে গেলে জায়গা ছেড়ে দিতে হবে সাই সুদর্শনকে৷ কিন্তু যশস্বী জয়সওয়ালকে টপ অর্ডারে ঢোকাতে গেলে রীতিমতো তোড়জোড় করতে হবে অধিনায়ক শুভমান  গিলকে৷
এই মুহূর্তে জিম্বাবোয়েতে ওপেন করছেন তরুণ অভিষেক শর্মা৷ অভিষেক দ্বিতীয় ম্যাচেই শতরান করে ফেলেছেন৷ তৃতীয় স্থানে রয়েছেন রতুরাজ গায়কোয়াড়৷ তিনি ৭৭ রানের ইনিংস খেলেছেন৷ ফলে তিনিও দলে থাকবেনই৷
এই মুহূর্তে জিম্বাবোয়েতে ওপেন করছেন তরুণ অভিষেক শর্মা৷ অভিষেক দ্বিতীয় ম্যাচেই শতরান করে ফেলেছেন৷ তৃতীয় স্থানে রয়েছেন রতুরাজ গায়কোয়াড়৷ তিনি ৭৭ রানের ইনিংস খেলেছেন৷ ফলে তিনিও দলে থাকবেনই৷
সেক্ষেত্রে যশস্বীকে খেলাতে হলে রিয়ান পরাগকে বসানো হতে পারে৷ আবার অন্য সমীকরণে দলে দুটিই বদল করা হতে পারে৷  শিভম দুবে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপের সবকটি ম্যাচেই খেলেছেন, তাই তাঁকে বিশ্রাম গিয়ে সঞ্জু ও যশস্বীকে ধ্রুব জুরেল ও সাই সুদর্শনের জায়গায় নামানো যেতে পারে৷
সেক্ষেত্রে যশস্বীকে খেলাতে হলে রিয়ান পরাগকে বসানো হতে পারে৷ আবার অন্য সমীকরণে দলে দুটিই বদল করা হতে পারে৷  শিভম দুবে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপের সবকটি ম্যাচেই খেলেছেন, তাই তাঁকে বিশ্রাম গিয়ে সঞ্জু ও যশস্বীকে ধ্রুব জুরেল ও সাই সুদর্শনের জায়গায় নামানো যেতে পারে৷