শুক্রবার রাতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তিস্তায় জলস্তর যে ভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে উদ্বেগ বাড়ছে। বিপদসীমার একেবারে কাছে রয়েছে তিস্তার জল।

Sikkim: সিকিমে ভয়ঙ্কর বিপর্যয়! ফুঁসছে নদী, ভাঙছে রাস্তা-ব্রিজ-বাড়ি! পর্যটকদের জন্য বিরাট আপডেট

*সিকিমে বিপর্যস্ত। জলের তোড়ে ফুঁসছে একাধিক নদী। প্রবল বৃষ্টির জেরে কার্যত ভেঙে পড়েছে প্রতিবেশী রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থা৷ সিকিমের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই৷ ধসের জেরে ভেসে গিয়েছে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু৷ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।  প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার। 
*সিকিমে বিপর্যস্ত। জলের তোড়ে ফুঁসছে একাধিক নদী। প্রবল বৃষ্টির জেরে কার্যত ভেঙে পড়েছে প্রতিবেশী রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থা৷ সিকিমের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই৷ ধসের জেরে ভেসে গিয়েছে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু৷ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।  প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার।
*এ দিকে, ফের ধসের বলি সিকিমে। এবারে নর্থ সিকিমের লাচুংয়ের কাছে পাখচোক গ্রামে ধসে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। ধসে চাপা পড়ে মৃত্যু ৩ জনের। আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। উদ্ধারে নেমেছে স্থানীয় বাসিন্দারা।
*এ দিকে, ফের ধসের বলি সিকিমে। এবারে নর্থ সিকিমের লাচুংয়ের কাছে পাখচোক গ্রামে ধসে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। ধসে চাপা পড়ে মৃত্যু ৩ জনের। আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। উদ্ধারে নেমেছে স্থানীয় বাসিন্দারা।
*তিস্তার জলস্তর বৃদ্ধিতে উদ্বিগ্ন তিস্তা নদীর পাড়ের বাসিন্দারা। বাদাম, ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা। নদীতে না যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে প্রচার চালানো হচ্ছে।
*তিস্তার জলস্তর বৃদ্ধিতে উদ্বিগ্ন তিস্তা নদীর পাড়ের বাসিন্দারা। বাদাম, ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা। নদীতে না যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে প্রচার চালানো হচ্ছে।
*মেল্লিতে ধসে গেল জাতীয় সড়কের একাংশ। বাংলা-সিকিম লাইফ লাইন বিপর্যস্ত। ধসে গেল ১০ নং জাতীয় সড়কের একাংশ। মাইকিং করছে পুলিশ। তিস্তাপারের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার। 
*মেল্লিতে ধসে গেল জাতীয় সড়কের একাংশ। বাংলা-সিকিম লাইফ লাইন বিপর্যস্ত। ধসে গেল ১০ নং জাতীয় সড়কের একাংশ। মাইকিং করছে পুলিশ। তিস্তাপারের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার।
*উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি।
*উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি।
*সিকিম, ভুটান এবং অসম, মেঘালয় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ধস নামতে পারে পার্বত্য এলাকায়। আগামী ৪৮-৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের সিকিম, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি।
*সিকিম, ভুটান এবং অসম, মেঘালয় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ধস নামতে পারে পার্বত্য এলাকায়। আগামী ৪৮-৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের সিকিম, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি।
*পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলেঁফেপে উঠেছে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি বিভিন্ন নদী গুলো। মূর্তি, কুর্তি, নেওরা, মাল-সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে। অন্যান্য নদী গুলোর ন্যায় মূর্তি নদীও ফুলেঁফেপে উঠেছে।
*পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলেঁফেপে উঠেছে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি বিভিন্ন নদী গুলো। মূর্তি, কুর্তি, নেওরা, মাল-সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে। অন্যান্য নদী গুলোর ন্যায় মূর্তি নদীও ফুলেঁফেপে উঠেছে।
*আজ বৃহস্পতিবার সকাল থেকেই মূর্তি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। মূর্তি নদীর পাশে মাঝেমধ্যেই বিভিন্ন এলাকার পর্যটকেরাও যায়। বর্ষার এই মরসুমে মূর্তি নদীর পাশে যাতে পর্যটক-সহ কেউ না যায় সেই জন্য সকলকেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার।
*আজ বৃহস্পতিবার সকাল থেকেই মূর্তি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। মূর্তি নদীর পাশে মাঝেমধ্যেই বিভিন্ন এলাকার পর্যটকেরাও যায়। বর্ষার এই মরসুমে মূর্তি নদীর পাশে যাতে পর্যটক-সহ কেউ না যায় সেই জন্য সকলকেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার।