শিশির-পুত্রের বড় অভিযোগ

EXCLUSIVE: আজ রাজভবনে সাংসদ পিতা-পুত্র, রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শিশির ও দিব্যেন্দু অধিকারী

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ রাজভবনে সাংসদ পিতা-পুত্র। সোমবার শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী এই দুই সাংসদ সোমবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে বিকেলে রাজভবনে যাবেন। অধিকারী পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই জানা গিয়েছে। আর লোকসভা ভোটের আগে তৃণমূলের টিকিটে জেতা দুই সাংসদের হঠাৎ করে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে যাওয়া নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন– ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে…’ এই অভিযোগ জানিয়ে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি সুকান্তর

রাজ্যের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সহ একাধিক বিষয় রাজ্যপালকে জানাতে চান শিশির- দিব্যেন্দু বলে খবর। গত লোকসভা ভোটে কাঁথি থেকে শিশির অধিকারী এবং তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী দুজনেই তৃণমূলের টিকিট জয়ী হন। যদিও তৃণমূলের সঙ্গে বর্তমানে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর। দলের কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া তো দূর অস্ত, অনেক সময়েই নিজের দলের বিরুদ্ধে সমালোচনাও শোনা গিয়েছে তাঁদের মুখে। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর হাত ধরে ইতিমধ্যেই শান্তিকুঞ্জে ফুটেছে পদ্ম ফুল। পরবর্তীকালে সৌমেন্দু অধিকারীও যোগ দিয়েছেন পদ্ম ফুল শিবিরে। তবে শিশির অধিকারী কিংবা দিব্যেন্দু অধিকারীরা তৃণমূল কংগ্রেস থেকে এখনও ইস্তফা না দিলেও শাসক শিবির বলছে, ‘ওঁরা দুজনেই খতায় কলমে না থাকলেও তাঁদের মন মজেছে পদ্মে।’

আরও পড়ুন– শিল্পী নির্বাচনেও আমরা-ওরা! সরকারি সঙ্গীত মেলার পাল্টা এবার গঙ্গা পাড়ে সঙ্গীত উৎসব

তবে বিজেপির কোনও রাজনৈতিক কর্মসূচিতে সাম্প্রতিক কালে সরাসরি সেভাবে অংশ নিতে দেখা যায়নি শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীকে। বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জোর গলায় বলে থাকেন যে, কাঁথি এবং তমলুক দুটি লোকসভা কেন্দ্রই তিনি মোদীজিকে উপহার দেবেন। যদিও এ ব্যাপারে উত্তর দেবে সময়ই। তবে লোকসভা ভোটের কয়েক মাস আগে শান্তিকুঞ্জে কি আরও ফুটতে চলেছে পদ্ম? এই প্রশ্ন নিয়েই এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। যদিও অধিকারী পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, সোমবার রাজ্যপালের সঙ্গে কোনও রাজনৈতিক বিষয় নয়, একান্তই সৌজন্য সাক্ষাৎ করতেই শিশির- দিব্যেন্দু দ্বারস্থ হচ্ছেন রাজভবনে।

রবিবার শান্তিকুঞ্জে গিয়ে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এ রাজ্যের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আর তারপর থেকেই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা আরও বেড়েছে। তাহলে কি শিশির- দিব্যেন্দুর বিজেপিতে যোগ দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা? উত্তর মিলবে আগামী দিনেই।