ঠিকরে বেরোবে মুখের গ্লো! রাতারাতি গায়েব ব্রণ, কালো দাগ, ট‍্যানিং...রান্নাঘরেই আছে রূপের ‘জাদুকাঠি’, পুজোতে হয়ে উঠুন নজরকাড়া

Skin Care: ঠিকরে বেরোবে মুখের গ্লো! রাতারাতি গায়েব ব্রণ, কালো দাগ, ট‍্যানিং…রান্নাঘরেই আছে রূপের ‘জাদুকাঠি’, পুজোতে হয়ে উঠুন নজরকাড়া

পুজো এসে গিয়েছে। উৎসবের মরশুমে সুন্দর করে সাজতে সবাই চাই। কিন্ত পুজোর হাজার চাপ সামলে রূপচর্চা করার সময় কোথায়? তার ওপর মুখে ব্রণ পিগমেন্টশেন বা কালো দাগ থেকে শুরু করে ট‍্যানিং-সহ একাধিক ত্বকের সমস‍্যাতেও ভোগে প্রচুর জনে।

পুজো এসে গিয়েছে। উৎসবের মরশুমে সুন্দর করে সাজতে সবাই চাই। কিন্ত পুজোর হাজার চাপ সামলে রূপচর্চা করার সময় কোথায়? তার ওপর মুখে ব্রণ পিগমেন্টশেন বা কালো দাগ থেকে শুরু করে ট‍্যানিং-সহ একাধিক ত্বকের সমস‍্যাতেও ভোগে প্রচুর জনে।
পার্লারে গিয়ে ফেসিয়াল করা মোটেই চাট্টিখানি কথা নয়। পার্লারে ব‍্যবহৃত কেমিক‍্যালে অনেক সময় সুন্দর হওয়ার বদলে আরও দফারফা হয়ে যায় ত্বকের। সেইসঙ্গে খরচ তো আছেই।
পার্লারে গিয়ে ফেসিয়াল করা মোটেই চাট্টিখানি কথা নয়। পার্লারে ব‍্যবহৃত কেমিক‍্যালে অনেক সময় সুন্দর হওয়ার বদলে আরও দফারফা হয়ে যায় ত্বকের। সেইসঙ্গে খরচ তো আছেই।
তবে রান্নাঘরে থাকা খুব সাধারণ জিনিসেই ম‍্যাজিকের মতো বদলে যেতে পারে ত্বকের গ্লো। অ‍্যাকনে, ব্রণ, কালো দাগছোপ, ট‍্যানিংয়ের মতো চেনা সমস‍্যার সমাধান হাতের কাছেই রয়েছে।
তবে রান্নাঘরে থাকা খুব সাধারণ জিনিসেই ম‍্যাজিকের মতো বদলে যেতে পারে ত্বকের গ্লো। অ‍্যাকনে, ব্রণ, কালো দাগছোপ, ট‍্যানিংয়ের মতো চেনা সমস‍্যার সমাধান হাতের কাছেই রয়েছে।
কোনও খরচ ছাড়াই ফের জেগে উঠবে ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা। বাড়িতেই হয়ে যাবে পার্লারের মতো ফেসিয়াল। শুধু জেনে নিন সঠিক পদ্ধতি।
কোনও খরচ ছাড়াই ফের জেগে উঠবে ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা। বাড়িতেই হয়ে যাবে পার্লারের মতো ফেসিয়াল। শুধু জেনে নিন সঠিক পদ্ধতি।
যদি আপনার মুখে খুব বেশি ট্যানিং হয়ে থাকে, তাহলে হলুদ এবং দুধের পেস্ট তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন। ধোয়ার সময় আলতো ম‍্যাসাজ করতে ভুলবেন না। এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

যদি আপনার মুখে খুব বেশি ট্যানিং হয়ে থাকে, তাহলে হলুদ এবং দুধের পেস্ট তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন। ধোয়ার সময় আলতো ম‍্যাসাজ করতে ভুলবেন না। এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।
ত্বকে কালো দাগ থাকলে তা দূর করতে আলু অত‍্যন্ত কার্যকরী। এর জন্য একটি ছোট আলু কুরে নিন। এতে  এক চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পর ভাল করে মুখ ধুয়ে নিন।
ত্বকে কালো দাগ থাকলে তা দূর করতে আলু অত‍্যন্ত কার্যকরী। এর জন্য একটি ছোট আলু কুরে নিন। এতে এক চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পর ভাল করে মুখ ধুয়ে নিন।
গোলাপ জল এবং চন্দন পাউডার দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন। ট্যানিং দূর করতে এই ফেসপ‍্যাকেরও জুড়ি মেলা ভার।
গোলাপ জল এবং চন্দন পাউডার দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন। ট্যানিং দূর করতে এই ফেসপ‍্যাকেরও জুড়ি মেলা ভার।
পেঁপেও ত্বকের জন্যও অনেক উপকারী। পাকা পেঁপে ত্বকের কালো দাগ দূর করে। পাকা নরম পেঁপে ভাল করে ম‍্যাশ করে নিন। এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। জলে ধুয়ে নিন।
পেঁপেও ত্বকের জন্যও অনেক উপকারী। পাকা পেঁপে ত্বকের কালো দাগ দূর করে। পাকা নরম পেঁপে ভাল করে ম‍্যাশ করে নিন। এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। জলে ধুয়ে নিন।
ত্বকের গ্লো বাড়াতে কফি ও নারকেল তেলও ব্যবহার করতে পারেন। কফি ও নারকেল তেল ভালো করে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে হবে। মুখে ভাল করে ম‍্যাসাজর করুন এই ফেস প‍্যাক। রেখে দিন ১৫ মিনিট। তারপর জল দিয়ে ধুলেই ঠিকরে বেরোবে জেল্লা।
ত্বকের গ্লো বাড়াতে কফি ও নারকেল তেলও ব্যবহার করতে পারেন। কফি ও নারকেল তেল ভালো করে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে হবে। মুখে ভাল করে ম‍্যাসাজর করুন এই ফেস প‍্যাক। রেখে দিন ১৫ মিনিট। তারপর জল দিয়ে ধুলেই ঠিকরে বেরোবে জেল্লা।