হঠাৎ বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়েছে ভয় পাওয়ার দরকার নেই, কারণ সাপেরাও মানুষকে ভয় পায়। তাই জেনে নিন আপনার কী করণীয়।

Snake at Home: হঠাৎ বাড়িতে সাপ ঢুকলে কী করবেন? জানুন বিশেষজ্ঞের কৌশল! ভয় পেলেই সর্বনাশ

হঠাৎ বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়েছে ভয় পাওয়ার দরকার নেই, কারণ সাপেরাও মানুষকে ভয় পায়। তাই জেনে নিন আপনার কী করণীয়।
হঠাৎ বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়েছে ভয় পাওয়ার দরকার নেই, কারণ সাপেরাও মানুষকে ভয় পায়। তাই জেনে নিন আপনার কী করণীয়।
সাপ দেখলে ‌যে যতই সাহসী হোক না কেন, ভয় পেয়ে মেরে ফেলতে ‌যায়। কিন্তু বিশেষজ্ঞেরা বলছেন, সাপের প্রকৃতি সম্পর্কে ঠিক মতো জানলে তারা তা করবেন না।
সাপ দেখলে ‌যে যতই সাহসী হোক না কেন, ভয় পেয়ে মেরে ফেলতে ‌যায়। কিন্তু বিশেষজ্ঞেরা বলছেন, সাপের প্রকৃতি সম্পর্কে ঠিক মতো জানলে তারা তা করবেন না।
কোনও টোটকা ছাড়াই সহজে ধরে ফেলতে বা তাড়িয়ে দিতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ঘরে সাপ দেখলে আগে নিজেকে শান্ত রাখা উচিত।
কোনও টোটকা ছাড়াই সহজে ধরে ফেলতে বা তাড়িয়ে দিতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ঘরে সাপ দেখলে আগে নিজেকে শান্ত রাখা উচিত।
তারপর সাপ উদ্ধারকর্মীদের জানান, আর যদি তাদের আসতে দেরি হয় আপনিই বড় লাঠির সাহায্যে সাপটিকে মাথার উপরে হালকা করে চাপ দিয়ে যাতে সাপের কোনও ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রাখুন।
তারপর সাপ উদ্ধারকর্মীদের জানান, আর যদি তাদের আসতে দেরি হয় আপনিই বড় লাঠির সাহায্যে সাপটিকে মাথার উপরে হালকা করে চাপ দিয়ে যাতে সাপের কোনও ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রাখুন।
প্রথমে আপনাকে একটি বড় যে কোনও জারের ব্যবস্থা করতে হবে এবং যাতে সাপটি নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারে সেই জন্য আপনাকে পেরেক জাতীয় কোনও লোহার জিনিস গরম করে সেটিকে ফুটো করে নিতে হবে।
প্রথমে আপনাকে একটি বড় যে কোনও জারের ব্যবস্থা করতে হবে এবং যাতে সাপটি নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারে সেই জন্য আপনাকে পেরেক জাতীয় কোনও লোহার জিনিস গরম করে সেটিকে ফুটো করে নিতে হবে।
মনের উপর সাহস রেখে নিজেই সাপটিকে আস্তে করে মাথার উপরে চাপ দিয়ে ধরে তারপর ওই জারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপর সঙ্গে সঙ্গে ওই জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে।
মনের উপর সাহস রেখে নিজেই সাপটিকে আস্তে করে মাথার উপরে চাপ দিয়ে ধরে তারপর ওই জারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপর সঙ্গে সঙ্গে ওই জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে।
এরপর আপনি যে বন দফতরের আধিকারিক বা উদ্ধার কর্মীকে খবর দিয়েছিলেন তিনি যদি এসে যান তাঁর হাতেই তুলে দেবেন আর এভাবেই মনের সাহসের আর কৌশল দিয়ে সাপ ধরে নিতে পারবেন।
এরপর আপনি যে বন দফতরের আধিকারিক বা উদ্ধার কর্মীকে খবর দিয়েছিলেন তিনি যদি এসে যান তাঁর হাতেই তুলে দেবেন আর এভাবেই মনের সাহসের আর কৌশল দিয়ে সাপ ধরে নিতে পারবেন।