হিন্দু রীতি মেনে সব বিয়ের ধাপ করা না হলেও নববধূর হাতে ছিল গাছকৌটো, জোড়ের কাপড়৷ লজ্জাবস্ত্রেও নিজেকে ঢেকেছিলেন অর্পিতা৷

Snehasis Ganguly Second Marriage: দ্বিতীয় বিয়ে সুসম্পন্ন, সৌরভের দাদার বিয়েতে রিসেপশনেক কী খাবার ছিল, রইল বিয়েবাড়ির পুরো অ্যালবাম

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিয়ে নিয়ে খবর আসার শুরু থেকেই জল্পনা শুরু হয়েছিল৷ কেমন বিয়ে, কবে বিয়ে, সেই বিয়েতে কী কী হবে? স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে খুবই সুসম্পন্ন হয়েছে৷
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিয়ে নিয়ে খবর আসার শুরু থেকেই জল্পনা শুরু হয়েছিল৷ কেমন বিয়ে, কবে বিয়ে, সেই বিয়েতে কী কী হবে? স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে খুবই সুসম্পন্ন হয়েছে৷
দাদা-র দাদার বিয়েতে পরিবারের কেউ প্রাথমিক ভাবে সম্মত ছিলেন না বলেও একটা খবর ছিল, কারণ স্নেহাশিসের এই দ্বিতীয় বিয়েতে মত ছিল না সৌরভের মায়ের৷ কিন্তু পরে তিনিও রাজি হয়ে যান৷
দাদা-র দাদার বিয়েতে পরিবারের কেউ প্রাথমিক ভাবে সম্মত ছিলেন না বলেও একটা খবর ছিল, কারণ স্নেহাশিসের এই দ্বিতীয় বিয়েতে মত ছিল না সৌরভের মায়ের৷ কিন্তু পরে তিনিও রাজি হয়ে যান৷
স্নেহাশিসের দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়, ৫৯-র স্নেহাশিস বিয়ে করে ফেললেন ৪৭ -র পাত্রীকে৷ দীর্ঘদিনের পরিচয় তার পাশাপাশি প্রায় দেড় বছরের লিভ ইনের পর চিরাচরিত বিয়ের রাস্তাতেই হাঁটার সিদ্ধান্ত নিয়ে নেন দুজনেই৷
স্নেহাশিসের দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়, ৫৯-র স্নেহাশিস বিয়ে করে ফেললেন ৪৭ -র পাত্রীকে৷ দীর্ঘদিনের পরিচয় তার পাশাপাশি প্রায় দেড় বছরের লিভ ইনের পর চিরাচরিত বিয়ের রাস্তাতেই হাঁটার সিদ্ধান্ত নিয়ে নেন দুজনেই৷
অর্পিতাও বিবাহবিচ্ছিন্না, স্নেহাশিসেরও প্রথম স্ত্রীয়ের সঙ্গে ডিভোর্স সারা ফলে আইনি বিয়ের পথে কোনও বাধা ছিল না৷  অর্পিতা নিজে একজন অন্য রাজ্যের উদ্যোগপতি৷ তাঁর আগের স্বামীও ছিলেন ব্যবসায়ী৷
অর্পিতাও বিবাহবিচ্ছিন্না, স্নেহাশিসেরও প্রথম স্ত্রীয়ের সঙ্গে ডিভোর্স সারা ফলে আইনি বিয়ের পথে কোনও বাধা ছিল না৷  অর্পিতা নিজে একজন অন্য রাজ্যের উদ্যোগপতি৷ তাঁর আগের স্বামীও ছিলেন ব্যবসায়ী৷
অজন্তা জুতোর কোম্পানির মালিকের স্ত্রী নিজের প্রথম বিয়ের পর্ব শেষ করেন বহুদিন আগেই৷ অন্যদিকে বহু বছর আগে বিয়ে সারা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজের প্রথমা স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছাড়াছাড়ি করে ফেলেন৷
অজন্তা জুতোর কোম্পানির মালিকের স্ত্রী নিজের প্রথম বিয়ের পর্ব শেষ করেন বহুদিন আগেই৷ অন্যদিকে বহু বছর আগে বিয়ে সারা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজের প্রথমা স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছাড়াছাড়ি করে ফেলেন৷
এদিকে জুলাই মাসের ২১ তারিখ রেজিস্ট্রি বিয়ে সেরে নেন স্নেহাশিস ও অর্পিতা৷ আইনি বিয়ের দিনে নতুন বর -বউ দুজনেই একই রঙের পোশাক পরেছিলেন৷
এদিকে জুলাই মাসের ২১ তারিখ রেজিস্ট্রি বিয়ে সেরে নেন স্নেহাশিস ও অর্পিতা৷ আইনি বিয়ের দিনে নতুন বর -বউ দুজনেই একই রঙের পোশাক পরেছিলেন৷
তবে এদিনের বিয়ের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের কাজ এবং গুরু পূর্ণিমা হওয়ায় হাজির থাকতে পারেননি ডোনা গঙ্গোপাধ্যায়ও৷ আর সৌরভ ও স্নেহাশিসের মা নিরূপা দেবীও স্বাস্থ্য সংক্রান্ত কারণে আইনি বিয়ের দিন আসতে পারেননি৷
তবে এদিনের বিয়ের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের কাজ এবং গুরু পূর্ণিমা হওয়ায় হাজির থাকতে পারেননি ডোনা গঙ্গোপাধ্যায়ও৷ আর সৌরভ ও স্নেহাশিসের মা নিরূপা দেবীও স্বাস্থ্য সংক্রান্ত কারণে আইনি বিয়ের দিন আসতে পারেননি৷
তবে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গোপাধ্যায় বাড়ির একাধিক বন্ধু ও পরিচিতরা৷
তবে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গোপাধ্যায় বাড়ির একাধিক বন্ধু ও পরিচিতরা৷
বড় দায়িত্বে ছিলেন বৈশালী ডালমিয়া৷ তিনিই সিঁদুরদান থেকে মালাবদল সবকিছুই করান নব দম্পতিকে৷
বড় দায়িত্বে ছিলেন বৈশালী ডালমিয়া৷ তিনিই সিঁদুরদান থেকে মালাবদল সবকিছুই করান নব দম্পতিকে৷
হিন্দু রীতি মেনে সব বিয়ের ধাপ করা না হলেও নববধূর হাতে ছিল গাছকৌটো, জোড়ের কাপড়৷ লজ্জাবস্ত্রেও নিজেকে ঢেকেছিলেন অর্পিতা৷
হিন্দু রীতি মেনে সব বিয়ের ধাপ করা না হলেও নববধূর হাতে ছিল গাছকৌটো, জোড়ের কাপড়৷ লজ্জাবস্ত্রেও নিজেকে ঢেকেছিলেন অর্পিতা৷
এদিকে এ ছাড়াও রিসেপশনেও চাঁদের হাট বসেছিল৷ বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেননি সৌরভ কিন্তু এদিন একেবারে বরকর্তার দায়িত্বে ছিলেন তিনি৷
এদিকে এ ছাড়াও রিসেপশনেও চাঁদের হাট বসেছিল৷ বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেননি সৌরভ কিন্তু এদিন একেবারে বরকর্তার দায়িত্বে ছিলেন তিনি৷
এদিন দাদা পরেছিলেন কালো ক্যাজুয়াল শার্ট অন্যদিকে পরণে ছিল কালো ট্রাউজার্স৷ অল ব্ল্যাকে বরকর্তা সব অতিথিদের সঙ্গে ব্যস্ত ছিলেন৷
এদিন দাদা পরেছিলেন কালো ক্যাজুয়াল শার্ট অন্যদিকে পরণে ছিল কালো ট্রাউজার্স৷ অল ব্ল্যাকে বরকর্তা সব অতিথিদের সঙ্গে ব্যস্ত ছিলেন৷
দুই ভাইয়েরই দারুণ পছন্দ বিরিয়ানি৷ এদিনের অনুষ্ঠানে তাই বিরিয়ানি ছিল মেন্যু৷ এছাড়াও আগত অতিথিদের মন কেড়ে নিয়েছিল মাংসের একটি বিশেষ পদ৷ করা হয়েছিল সৌরভ ও স্নেহাশিসের প্রিয় বাটার চিকেন৷
দুই ভাইয়েরই দারুণ পছন্দ বিরিয়ানি৷ এদিনের অনুষ্ঠানে তাই বিরিয়ানি ছিল মেন্যু৷ এছাড়াও আগত অতিথিদের মন কেড়ে নিয়েছিল মাংসের একটি বিশেষ পদ৷ করা হয়েছিল সৌরভ ও স্নেহাশিসের প্রিয় বাটার চিকেন৷
ভাসুরের বিয়ের নিমন্ত্রণ পত্রে ডোনার নাম থাকলেও রিসেপশনে আসতে পারেননি তিনি৷ তবে একাধিক পরিচিত মুখ হাজির হয়েছিলেন এদিনের স্নেহাশিসের দ্বিতীয় বিয়েতে৷
ভাসুরের বিয়ের নিমন্ত্রণ পত্রে ডোনার নাম থাকলেও রিসেপশনে আসতে পারেননি তিনি৷ তবে একাধিক পরিচিত মুখ হাজির হয়েছিলেন এদিনের স্নেহাশিসের দ্বিতীয় বিয়েতে৷
রেজিস্ট্রি বিয়ের দিনের মতোই স্নেহাশিসের বিয়ের রিসেপশনেও হাজির ছিলেন বৈশালী ডালমিয়া৷ তিনি এদিন পরেছিলেন কালো রঙ এবং জরি পারের এক দামী শাড়ি৷
রেজিস্ট্রি বিয়ের দিনের মতোই স্নেহাশিসের বিয়ের রিসেপশনেও হাজির ছিলেন বৈশালী ডালমিয়া৷ তিনি এদিন পরেছিলেন কালো রঙ এবং জরি পারের এক দামী শাড়ি৷
তবে এদিন স্নেহাশিস ও অর্পিতা আলাদা শেডের পোশাকে সেজেছিলেন৷ নতুন বউয়ের হিরে -পান্নার গয়নার সঙ্গে ছিল বেনারসি শাড়ি৷ অন্যদিকে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পোশাকে ছিল অফ হোয়াইট৷
তবে এদিন স্নেহাশিস ও অর্পিতা আলাদা শেডের পোশাকে সেজেছিলেন৷ নতুন বউয়ের হিরে -পান্নার গয়নার সঙ্গে ছিল বেনারসি শাড়ি৷ অন্যদিকে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পোশাকে ছিল অফ হোয়াইট৷