সোনালি বেন্দ্রে

Gossip: সুনীল শেঠির সঙ্গে প্রেম! বিয়ে ভাঙতে চেয়েছিলেন রাজ ঠাকরে, সোনালি বেন্দ্রেকে বিয়ে করতে চেয়েছিলেন আরও এক তুমুল জনপ্রিয় হিরো, নাম জানেন?

*প্রাণঘাতী ক্যানসার থেকে বেঁচে ফিরেছেন সোনালি বেন্দ্রে। দীর্ঘদিন নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে একেবারে সুস্থ রয়েছেন তিনি। ফের ফিরেছেন অভিনয়ে। নয়ের দশকে সোনালির রূপে মুগ্ধ ছিল প্রায় গোটা বলিউড। তাঁর অনুরাগীর সংখ্যাও ছিল অসংখ্য। একাধিক তারকা তাঁর প্রেমে পাগল হয়ে তাঁকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলেন। 
*প্রাণঘাতী ক্যানসার থেকে বেঁচে ফিরেছেন সোনালি বেন্দ্রে। দীর্ঘদিন নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে একেবারে সুস্থ রয়েছেন তিনি। ফের ফিরেছেন অভিনয়ে। নয়ের দশকে সোনালির রূপে মুগ্ধ ছিল প্রায় গোটা বলিউড। তাঁর অনুরাগীর সংখ্যাও ছিল অসংখ্য। একাধিক তারকা তাঁর প্রেমে পাগল হয়ে তাঁকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলেন।
*২০০২ সালে সেই সব প্রেমিকের মনে আঘাত দিয়ে দীর্ঘ দিনের বন্ধু গোল্ডি বহেলকে বিয়ে করেন সোনালি। গোল্ডি পরিচালক এবং প্রযোজকও। তাঁদের এক সন্তান রয়েছে।
*২০০২ সালে সেই সব প্রেমিকের মনে আঘাত দিয়ে দীর্ঘ দিনের বন্ধু গোল্ডি বহেলকে বিয়ে করেন সোনালি। গোল্ডি পরিচালক এবং প্রযোজকও। তাঁদের এক সন্তান রয়েছে।
*সোনালির প্রথম ছবি থেকেই তাঁর প্রেমে পড়েছিলেন রাজ ঠাকরে। সোনালির সৌন্দর্য তাঁকে বারবারই মুগ্ধ করত। সোনালির সঙ্গে পরিচয়ের আগে থেকেই বিবাহিত ছিলেন রাজ। তিনি প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে সোনালিকে বিয়ে করতেও চেয়েছিলেন।কিন্তু তাঁর ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়ান কাকা বাল ঠাকরে। ফলে বাধ্য হয়েই সোনালির থেকে ক্রমে দূরত্ব বাড়ান।
*সোনালির প্রথম ছবি থেকেই তাঁর প্রেমে পড়েছিলেন রাজ ঠাকরে। সোনালির সৌন্দর্য তাঁকে বারবারই মুগ্ধ করত। সোনালির সঙ্গে পরিচয়ের আগে থেকেই বিবাহিত ছিলেন রাজ। তিনি প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে সোনালিকে বিয়ে করতেও চেয়েছিলেন।কিন্তু তাঁর ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়ান কাকা বাল ঠাকরে। ফলে বাধ্য হয়েই সোনালির থেকে ক্রমে দূরত্ব বাড়ান।
*সোনালি এবং সুনীল শেট্টি ছিলেন সে সময়ের জনপ্রিয় জুটি। একাধিক ছবিতে অভিনয় করেছেন তাঁরা। আর অভিনয়ের সুবাদেই তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন।সোনালি এবং সুনীল দু’জনেই একে অপরকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে তাঁদের একে অপরের প্রতি ভালবাসা হৃদয়েই গোপন করে রাখতে হয়েছিল। সোনালি জানতে পেরেছিলেন সুনীল বিবাহিত।
*সোনালি এবং সুনীল শেট্টি ছিলেন সে সময়ের জনপ্রিয় জুটি। একাধিক ছবিতে অভিনয় করেছেন তাঁরা। আর অভিনয়ের সুবাদেই তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন।সোনালি এবং সুনীল দু’জনেই একে অপরকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে তাঁদের একে অপরের প্রতি ভালবাসা হৃদয়েই গোপন করে রাখতে হয়েছিল। সোনালি জানতে পেরেছিলেন সুনীল বিবাহিত।
*এরপর সোনালির নাম জড়িয়ে পড়ে নামজাদা প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের। শোয়েবও নাকি সোনালির প্রেমে পাগল হয়ে উঠেছিলেন। সোনালির ছবি পার্সে নিয়েও ঘুরতেন। শোনা যায়, শোয়েব সোনালিকে বিয়ে করতে চেয়েছিলেন। প্রয়োজনে সোনালিকে অপহরণ করার কথা প্রকাশ্যে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।
*এরপর সোনালির নাম জড়িয়ে পড়ে নামজাদা প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের। শোয়েবও নাকি সোনালির প্রেমে পাগল হয়ে উঠেছিলেন। সোনালির ছবি পার্সে নিয়েও ঘুরতেন। শোনা যায়, শোয়েব সোনালিকে বিয়ে করতে চেয়েছিলেন। প্রয়োজনে সোনালিকে অপহরণ করার কথা প্রকাশ্যে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।
*সোনালির প্রতি প্রেম জাহির করেছিলেন গোবিন্দও। এক অনুষ্ঠানে গোবিন্দ আক্ষেপের সুরে জানিয়েছিলেন, তিনি বিবাহিত না হলে অবশ্যই সোনালিকে বিয়ের প্রস্তাব দিতেন।
*সোনালির প্রতি প্রেম জাহির করেছিলেন গোবিন্দও। এক অনুষ্ঠানে গোবিন্দ আক্ষেপের সুরে জানিয়েছিলেন, তিনি বিবাহিত না হলে অবশ্যই সোনালিকে বিয়ের প্রস্তাব দিতেন।
*ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন সোনালি। মাত্র ১৯ বছর বয়সে চিত্রপরিচালক কে রবিশঙ্করের নজরে আসেন তিনি। ১৯৯৪ সালে মুক্তি পায় ‘আগ’। সেখানে গোবিন্দ ও শিল্পা শেট্টির সঙ্গে অভিনয় করেন সোনালি। এই ছবিই তাঁকে এনে দেয় সেরা নতুন মুখের পুরস্কার।
*ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন সোনালি। মাত্র ১৯ বছর বয়সে চিত্রপরিচালক কে রবিশঙ্করের নজরে আসেন তিনি। ১৯৯৪ সালে মুক্তি পায় ‘আগ’। সেখানে গোবিন্দ ও শিল্পা শেট্টির সঙ্গে অভিনয় করেন সোনালি। এই ছবিই তাঁকে এনে দেয় সেরা নতুন মুখের পুরস্কার।
*'দ্য ব্রোকেন নিউজ'-র আগামী সিজনে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন সোনালি বেন্দ্রে। 'উস্কানিমূলক সাংবাদিকতা' ও 'নৈতিক সাংবাদিকতা'র সংঘাত নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ। সিরিজের প্রচারের এক ফাঁকে কথোপকথনে উঠে এসেছে তাঁর পুরনো সম্পর্কের নানা কথা। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*’দ্য ব্রোকেন নিউজ’-র আগামী সিজনে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন সোনালি বেন্দ্রে। ‘উস্কানিমূলক সাংবাদিকতা’ ও ‘নৈতিক সাংবাদিকতা’র সংঘাত নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ। সিরিজের প্রচারের এক ফাঁকে কথোপকথনে উঠে এসেছে তাঁর পুরনো সম্পর্কের নানা কথা। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বেন্দ্রে নিউজ ১৮-র একান্ত সাক্ষাৎকারে বলেন, অতীতে একাধিকবার উস্কানিমূলক সাংবাদিকতার শিকার হয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে ভুল তথ্য, যেখানে সহ-শিল্পীদের সঙ্গে নানা সম্পর্কে জড়িয়ে যাওয়ার কথা বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বেন্দ্রে নিউজ ১৮-র একান্ত সাক্ষাৎকারে বলেন, অতীতে একাধিকবার উস্কানিমূলক সাংবাদিকতার শিকার হয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে ভুল তথ্য, যেখানে সহ-শিল্পীদের সঙ্গে নানা সম্পর্কে জড়িয়ে যাওয়ার কথা বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বেন্দ্রে বলেন,  ইন্ডাস্ট্রিতে প্রথম প্রথম দেখেছিলাম প্রযোজকরা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ায়, যাতে সংশ্লিষ্ট প্রজেক্ট এবং তাঁর সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বেন্দ্রে বলেন,  ইন্ডাস্ট্রিতে প্রথম প্রথম দেখেছিলাম প্রযোজকরা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ায়, যাতে সংশ্লিষ্ট প্রজেক্ট এবং তাঁর সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*তবে আজকাল প্রযোজকরা এই ধরনের স্ট্র্যাটেজি নিতে হলে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আলোচনা করেন, পরামর্শ নেন। কিন্তু তখন তারকাদের কোনও নিয়ন্ত্রণ ছিল না এসবের ক্ষেত্রে, ফলে বারে বারে এই ধরণের গুজব রটত। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*তবে আজকাল প্রযোজকরা এই ধরনের স্ট্র্যাটেজি নিতে হলে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আলোচনা করেন, পরামর্শ নেন। কিন্তু তখন তারকাদের কোনও নিয়ন্ত্রণ ছিল না এসবের ক্ষেত্রে, ফলে বারে বারে এই ধরণের গুজব রটত। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বলেন, প্রথম তিনি যখন সিনেমায় কাজ শুরু করেন, তখন তাঁকে নিজের জীবন নিয়ে নানা গল্প বলতে বলা হয়। তার মধ্যে ছিল একেবারে গবীর পরিবার থেকে উঠে এসে নায়িকা হওয়ার গল্প, যাতে তাঁকে নিয়ে দর্শকদের  মধ্যে আলোড়ন তৈরি হয়। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বলেন, প্রথম তিনি যখন সিনেমায় কাজ শুরু করেন, তখন তাঁকে নিজের জীবন নিয়ে নানা গল্প বলতে বলা হয়। তার মধ্যে ছিল একেবারে গবীর পরিবার থেকে উঠে এসে নায়িকা হওয়ার গল্প, যাতে তাঁকে নিয়ে দর্শকদের  মধ্যে আলোড়ন তৈরি হয়। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*কিন্তু প্রযোজকদের সে কথা তিনি মানেননি। নিজের বড় হয়ে ওঠার গল্প নিওয়ে আপস করতে চাননি। তাই সুপারস্টার হয় ওঠা হপ্যনি আর। তার জায়গায় নিজে সারাজীবন মধ্যমানের অভিনেত্রী হিসেবেই রয়ে গিয়েছে এত বছর। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*কিন্তু প্রযোজকদের সে কথা তিনি মানেননি। নিজের বড় হয়ে ওঠার গল্প নিওয়ে আপস করতে চাননি। তাই সুপারস্টার হয় ওঠা হপ্যনি আর। তার জায়গায় নিজে সারাজীবন মধ্যমানের অভিনেত্রী হিসেবেই রয়ে গিয়েছে এত বছর। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বেন্দ্রে বলেন, শিল্পীদের প্রতি দর্শকের মনোভাব বিশেষ গুরুত্বপূর্ণ হলেও এসব মনগড়া গল্পের একটি খারাপ দিকও রয়েছে। দর্শক যখন সত্য জানতে পারে, তখন উল্টো প্রতিক্রিয়া আসে। তিনি নিজের সম্পর্কে সেই গল্প করতে তাই রাজি হননি। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বেন্দ্রে বলেন, শিল্পীদের প্রতি দর্শকের মনোভাব বিশেষ গুরুত্বপূর্ণ হলেও এসব মনগড়া গল্পের একটি খারাপ দিকও রয়েছে। দর্শক যখন সত্য জানতে পারে, তখন উল্টো প্রতিক্রিয়া আসে। তিনি নিজের সম্পর্কে সেই গল্প করতে তাই রাজি হননি। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*নব্বইয়ের দশকে সুনীল শেঠির সঙ্গে সম্পর্কের কারণে সোনালি বেন্দ্রে সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিলেন। তিনি বলেন, 'খবরে থাকলে লিড জুটির ব্যাপারে নানা সময় নানা কথা লেখা হত হত। তারা এমনভাবে এই কাজ করে যাতে সত্যি মনে হয় এই খবর। তবে আমার কাছেও এই ঘটনা খুব অদ্ভুত মনে হয়েছিল। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*নব্বইয়ের দশকে সুনীল শেঠির সঙ্গে সম্পর্কের কারণে সোনালি বেন্দ্রে সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিলেন। তিনি বলেন, ‘খবরে থাকলে লিড জুটির ব্যাপারে নানা সময় নানা কথা লেখা হত হত। তারা এমনভাবে এই কাজ করে যাতে সত্যি মনে হয় এই খবর। তবে আমার কাছেও এই ঘটনা খুব অদ্ভুত মনে হয়েছিল। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*'দ্য ব্রোকেন নিউজ'-এর পরবর্তী সিজন পরিচালনা করেছেন বিনয় ওয়াইকুল, সোনালি বেন্দ্রে, জয়দীপ আহলাওয়াত, শ্রিয়া পিলগাঁওকর, জয় উপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, তারুক রায়না, আকাশ খুরানা এবং কিরণ কুমার। এটি ব্রিটিশ সিরিজ 'প্রেস'-এর রিমেক। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*’দ্য ব্রোকেন নিউজ’-এর পরবর্তী সিজন পরিচালনা করেছেন বিনয় ওয়াইকুল, সোনালি বেন্দ্রে, জয়দীপ আহলাওয়াত, শ্রিয়া পিলগাঁওকর, জয় উপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, তারুক রায়না, আকাশ খুরানা এবং কিরণ কুমার। এটি ব্রিটিশ সিরিজ ‘প্রেস’-এর রিমেক। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বেন্দ্রে 'দ্য ব্রোকেন নিউজ'-র কারণে খবরে রয়েছেন, যা নৈতিক সাংবাদিকতার উপর জোর দেয়। জয়দীপ আহলাওয়াত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রিয়া পিলগাঁওকর-সহ একাধিক তারকা। সিরিজের প্রচারের সময় তিনি ক্যারিয়ার, সিনেমায় 'ট্যাবলয়েড সংস্কৃতি' নিয়ে আলোচনা করেছেন নানা সাক্ষাৎকারে। নব্বইয়ের দশকে সুনীল শেঠির সঙ্গে সম্পর্কের কারণে সোনালি বেন্দ্রে লাইমলাইটে এসেছিলেন ছিলেন। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)
*সোনালি বেন্দ্রে ‘দ্য ব্রোকেন নিউজ’-র কারণে খবরে রয়েছেন, যা নৈতিক সাংবাদিকতার উপর জোর দেয়। জয়দীপ আহলাওয়াত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রিয়া পিলগাঁওকর-সহ একাধিক তারকা। সিরিজের প্রচারের সময় তিনি ক্যারিয়ার, সিনেমায় ‘ট্যাবলয়েড সংস্কৃতি’ নিয়ে আলোচনা করেছেন নানা সাক্ষাৎকারে। নব্বইয়ের দশকে সুনীল শেঠির সঙ্গে সম্পর্কের কারণে সোনালি বেন্দ্রে লাইমলাইটে এসেছিলেন ছিলেন। (ছবি সৌজন্য: Instagram@iamsonalibendre)