ওই প্রতিবাদ মিছিলে সকলে কালো পোশাকে আসবেন বলেও জানা গিয়েছে। আরজি করে তরুণী চিকিৎসকের সঙ্গে ন্যক্কারজনক ঘটনার দাবি জানাবেন সকলে।

‘ধরুন, অভিনয়ের সুযোগ পেলেন, কোন চরিত্র করবেন?’ সৌরভের উত্তর চমকে দেবেই

আপাতত কেমব্রিজে রয়েছে তিনি। তাঁর একটি ছবি দেখে ভক্তরা আপ্লুত। স্ত্রী ডোনার সঙ্গে নৌকা বিহার করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ আপাতত ছুটিতে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
আপাতত কেমব্রিজে রয়েছে তিনি। তাঁর একটি ছবি দেখে ভক্তরা আপ্লুত। স্ত্রী ডোনার সঙ্গে নৌকা বিহার করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ আপাতত ছুটিতে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
ক্রিকেটার, অধিনায়ক, প্রশাসক, সঞ্চালক- যে কোনও ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় সমান সাবলীল। তাঁর শো দাদাগিরি-তে রোজও যেন নতুন গল্পের জন্ম হয়।
ক্রিকেটার, অধিনায়ক, প্রশাসক, সঞ্চালক- যে কোনও ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় সমান সাবলীল। তাঁর শো দাদাগিরি-তে রোজও যেন নতুন গল্পের জন্ম হয়।
এই যেমন দাদাগিরির মঞ্চে এসে অভিনেত্রী কোয়েল মল্লিক একবার সৌরভকে প্রশ্ন করেছিলেন, ধরুন, অভিনয়ের সুযোগ পেলেন, কোন চরিত্র করতে চাইবেন?
এই যেমন দাদাগিরির মঞ্চে এসে অভিনেত্রী কোয়েল মল্লিক একবার সৌরভকে প্রশ্ন করেছিলেন, ধরুন, অভিনয়ের সুযোগ পেলেন, কোন চরিত্র করতে চাইবেন?
সৌরভ বরাবর বাঙালিয়ানায় গা ভাসানো মানুষ। তাঁর উত্তরেই সেটা স্পষ্ট। মহারাজ কোয়েলকে জানান, অভিনয়ের সুযোগ পেলে ফেলুদা চরিত্র করতে চাই একবার।
সৌরভ বরাবর বাঙালিয়ানায় গা ভাসানো মানুষ। তাঁর উত্তরেই সেটা স্পষ্ট। মহারাজ কোয়েলকে জানান, অভিনয়ের সুযোগ পেলে ফেলুদা চরিত্র করতে চাই একবার।
এর পর সৌরভকে আবার আরেকটি প্রশ্ন করেন কোয়েল। তিনি জিজ্ঞেস করেন, ফেলুদা হলে প্রথমেই কোন রহস্য সমাধান করতে চাইবে তুমি? সেখানেও দাদা লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকালেন।
এর পর সৌরভকে আবার আরেকটি প্রশ্ন করেন কোয়েল। তিনি জিজ্ঞেস করেন, ফেলুদা হলে প্রথমেই কোন রহস্য সমাধান করতে চাইবে তুমি? সেখানেও দাদা লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকালেন।
সৌরভ উত্তরে বলেন, ম্যাডাম (স্ত্রী ডোনাকে মজা করে যা বলেন সৌরভ) যে এত শাড়ি কেনে, সেগুলো যায় কোথায়! ওটাই বড় রহস্য। কোথাও বেরনোর সময় ম্যাডামের বক্তব্য, শাড়ি নেই। এদিকে এত যে শপিং হয়, সেগুলো যায় কোথায়!
সৌরভ উত্তরে বলেন, ম্যাডাম (স্ত্রী ডোনাকে মজা করে যা বলেন সৌরভ) যে এত শাড়ি কেনে, সেগুলো যায় কোথায়! ওটাই বড় রহস্য। কোথাও বেরনোর সময় ম্যাডামের বক্তব্য, শাড়ি নেই। এদিকে এত যে শপিং হয়, সেগুলো যায় কোথায়!