‘দাদা’কে ভোলেননি তো? সেই স্টেপ-আউট করে ছক্কা! ১১ বছর পর আবার নামলেন সৌরভ

নয়াদিল্লি: পুরনো অনেক কথা মনে পড়ে যাবে। এই ভিডিও দেখলে পুরনো স্মৃতি ভিড় করে আসবে চোখের সামনে। সেই যখন সচিন-সৌরভ জুটি দেখা যেত। সেই যখন সৌরভ গঙ্গোপাধ্যায় স্টেপ আউট করে ছক্কা হাঁকাতেন। সেই পুরনো সময় যেন ফিরে এল আবার!

বয়স বেড়েছে। ১১ বছর হল তিনি অবসর ঘোষণা করেছেন। তার পর প্রশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন। এখন তিনি আইপিএলে দিল্লির ক্রিকেট ডিরেক্টর। সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু এখনও ব্যাট হাতে নামলে বাঘা বাঘা ব্যাটারদের টক্কর দিতে পারেন।

আরও পড়ুন- ধোনি নাকি নাম ভাঙিয়ে আইপিএল খেলছে! প্রাক্তন ক্রিকেটারের বক্তব্যে চাঞ্চল্য

দাদাগিরি শব্দটা যেন তাঁর জন্যই। ২২ গজে আরও একবার ব্যাট হাতে দাদাগিরি করলেন সৌরভ। দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট এদিন নেটে জমিয়ে ব্যাটিং করলেন। সেই পুরনো সৌরভ। সেই স্টেপ-আউট করে ছক্কা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন তোলা একটি ভিডিও। অফ সাইডে একের পর এক চোখ ধাধানো শট খেললেন মহারাজ। কভার ড্রাইভ, স্টেপ আউট করে ছক্কা। এসব যেন তাঁর সিগনেচার শটস!

২০১৮ সালের আইপিএলে দিল্লির মেন্টর হিসেবে দায়িত্ব নেন সৌরভ। তার পর ডিরেক্টর অফ ক্রিকেট। তবে এখনও সুযোগ পেলে ব্যাট হাতে নেমে পড়েন তিনি। দিল্লি ক্য়াপিটালস যদিও এবার খুবই খারাপ পারফর্ম করছে। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে তারা এখন সবার নিচে।

আরও পড়ুন- KKR: এখনও কীভাবে প্লে অফে পৌছতে পারে কেকেআর, কী বলছে অঙ্ক ও সমীকরণ, রইল তথ্য

প্লেঅফে ওঠার সম্ভাবনা দিল্লির প্রায় নেই বললেই চলে। আজ আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি। এখন তাদের কাছে প্রতিটা ম্যাচই মরণ-বাঁচন।