জাস্টিস ফর আরজি কর। রাজ্যজুড়ে এখন একটাই স্লোগান। আজ আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার এক মাস। প্রতিবাদ মিছিল চলছে। রাতদখলে নামছেন মেয়েরা। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। বিশ্বের নানা প্রান্তে প্রবাসী বাঙালি ও ভারতীয়রাও বিচার চেয়ে আন্দোলনে শামিল। আর এসবের মাঝে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরজি কর কাণ্ডে ফের মুখ খুললেন সৌরভ! এবার বড় মন্তব্য করলেন ‘দাদা’

কলকাতা: আরজি করে তরুণি ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তোলপার রাজ্য-দেশ। প্রতিবাদের আঁচ পড়েছে বিদেশের মাটিতেও। বিচারের দাবিতে সরব আট থেকে আশি। এই পরিস্থিতিতে সোমবার আরজি কর কাণ্ডের শুনানির দিকে নজর ছিল সকলের। আর এদিনই ফের আরজি কর কাণ্ড ও সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এর আগে আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও পরে জানিয়েছিলেন তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”আজকের অর্ডার এখনও দেখিনি। সুপ্রিম কোর্ট কি বলেছে এখনও জানা হয়নি।সোশ্যাল মিডিয়া ফলো করি না। চাইব নন পলিটিক্যাল মানুষ যেভাবে নেমেছে। মেয়েটির বিচার হোক।”

এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় এই নৃশংস ও মর্মান্তিক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেছেন,”দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে তার উদাহরণ তৈরি হবে। এমন উদাহরণ তৈরি করতে হবে যা সাড়া পৃথিবীর দৃষ্টান্তমূলক হতে পারে। মানুষ যেভাবে মানুষের সঙ্গে থেকেছে দেখার মতো। বিচার পেতেই হবে। যে এই কাজটা তাকে শাস্তি দিতে হবে।”

আরও পড়ুনঃ India vs Bangladesh: ৮ মাস পর ভারতীয় টেস্ট দলে কামব্যাক! শক্তি অনেকটাই বাড়ল টিম ইন্ডিয়ার

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। প্রধান বিচারপতির বেঞ্চ খতিয়ে দেখে মুখবন্ধ খামে জমা পড়া স্টেটাস রিপোর্ট। শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ নতুন করে স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ দিল সিবিআই-কে। আগামী মঙ্গলবারের মধ্যে নতুন স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রধান বিচারপতির নির্দেশ, সিবিআই-কে তাঁদের লিড নিয়ে তদন্তে এগিয়ে যেতে দেওয়া হোক। এই মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর। একইসঙ্গে ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে ডাক্তারদের কাজে যোগ দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।