কলকাতা– যখন খেলতেন, তখন তাঁর পুজোর সময় কলকাতায় থাকার সুযোগ হত না। এমনকী ক্রিকেট প্রশাসক হওয়ার পরও সৌরভকে পুজোর সময় থাকতে হয়েছে শহরের বাইরে। তবে এখন তাঁর কাছে পুজোর কলকাতায় থাকার সুযোগ রয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায় যে কাজটা কখনও করেন না, এবার করলে ফেললেন! তাঁর আরজি করের ঘটনা নিয়ে করা মন্তব্য নিয়ে কাঁটছেড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সৌরভ অবশ্য বারবার বলেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
আরও পড়ুন- বলুন তো, টেস্ট ক্রিকেটে কেন থাকে চা বিরতি? ক্রিকেটের সঙ্গে চা পানের কী সম্পর্ক!
সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও বিতর্কে জড়িয়েছেন। তিনিও পরবর্তী সময়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়া খাপ পঞ্চায়েত বসানোর সুযোগ ছাড়েনি। যদিও এবার বিতর্ক পিছনে ফেলে দাদাকে দেখা গেল দুর্গা পুজোর মেজাজে। সেজেগুজে তিনি পৌঁছলেন পুজোর উদ্বোধনে।
এদিন কালো পাঞ্জাবিতে হাওড়ার একটি পুজো উদ্বোধন করতে যান ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তৃতীয়ার দিন হাওড়া জেলার শিবপুরের মন্দিরতলার দুর্গাপুজো উদ্বোধন করলেন তিনি।
আরও পড়ুন- ভাঙল ১৮ বছরের রেকর্ড! অভিষেকেই ইতিহাসের পাতায় ভারতের নতুন স্পিড স্টার
এবার ১০০ বছরে পা রাখল এই পুজো। সেখানে দাঁড়িয়েই দাদা বলেন, ‘আমি দুর্গাপুজো উদ্বোধন করি না কখনও। এটা এই বছরের প্রথম ও শেষ দুর্গাপুজো উদ্বোধন।’
পরে নিজের পাড়ার পুজোতেও দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বড়িশা প্লেয়ার্স কর্নার-এর পুজাও উদ্বোধন করলেন।সৌরভ আপাতত কলকাতায়, তবে তাঁর স্ত্রী আর মেয়ে এখন লন্ডনে।
সানা পড়াশোনা শেষ করে এখন চাকরি করছেন সেখানেই। আর ডোনা গিয়েছেন নাচের অনুষ্ঠানে। আরজি করের ঘটনা নিয়ে কথা বলার সময় ডোনা ‘রেপ-টেপ’ বলেছিলেন, তার পর নাকি লন্ডনে তাঁর শো বাতিল করে উদ্যোক্তারা।
ডোনা অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি শো ক্যানসেল হয়েছে। বাকি সূচি আগের মতোই রয়েছে।