বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় থাকতে না পেরে আক্ষেপের কথা নিউজ ১৮ বাংলাকে জানিয়েছিলেন সৌরভ। তবে স্মরণ সভায় উপস্থিত থাকলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

২০ বছর আগের ছবি পোস্ট সৌরভের! ছবিতে স্পেশাল একজন, দাদার কি মন খারাপ!

কলকাতা: ২০০১ সালের ৩ নভেম্বর। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনার জীবনের সব থেকে উজ্জ্বল দিন। কারণ ওই দিন তাঁদের মেয়ে সানার জন্ম। এখন সানার বয়স ২৩ বছর। ২০ বছর আগের কথা ভেবে এখনও সৌরভ নস্ট্যালজিয়ায় ভাসেন।

আসলে সব মেয়ের বাবারাই হয়তো এমনই! মেয়ের জন্ম, প্রথম সব কিছুই বাবাদের কাছে স্পেশাল। জড়িয়ে থাকে অনেক স্মৃতি। সৌরভের ক্ষেত্রেও ব্যাপারটা তাই।

আরও পড়ুন- ডিভোর্স সারা, তবু পুরনো বউয়ের সোশ্যাল অ্যাকাউন্টে নজর হার্দিকের, তারপর যা করলেন

সানার স্কুলের পড়াশোনা কলকাতায়। তার পর লন্ডনে পাড়ি। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করে Innoverv নামের এক কনসালটেন্সি ফার্মে চাকরি করছেন সৌরভ-কন্যা। আপাতত লন্ডনেই রয়েছেন সানা। মেয়ের সঙ্গে দেখা করতে প্রায়ই বাবা-মা লন্ডনে পাড়ি দেন।

কিছুদিন আগে মেয়ে যে সংস্থায় কাজ করে তাদের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ। লন্ডনে মেয়ের সঙ্গে রেস্তোরাঁতে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছিল সৌরভকে।

—- Polls module would be displayed here —-

আর মেয়ের সঙ্গে এতগুলো দিন কাটিয়ে আসার পরই হয়তো সৌরভের মন খারাপ! সোশ্যাল মিডিয়ায় ২০ বছর আগের ছবি পোস্ট করলেন দাদা। সেই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনা ও ছোট্ট সানা। গোল গোল চোখে সেই মিষ্টি সানা তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে।

আরও পড়ুন- সঙ্গম এড়াতে অলিম্পিক্সের গেমস ভিলেজে বিশেষ খাট! কী এর বিশেষত্ব?

আজ কিন্তু সানার জন্মদিন নয়। তবু হঠাৎ করেই মেয়ের ২০ বছর আগের ছবি পোস্ট কলেন সৌরভ। তবে অনেকেই ভেবে ফেললেন, আজ সানার জন্মদিন। আর তার পরই সানাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন অনেকে।