পরের সিজনে মেগা নিলামের আগে সৌরভ নিশ্চয়ই দলের মালিকদের সঙ্গে আলোচনায় বসবেন। এক বিদেশিকে ধরে রিটেনশন যদি মাত্র চারজনের হয়, তা হলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হিসেব কঠিন। দুই তরুণ বিদেশি তুর্কি জেক ফ্রেসার ম্যাকগার্ক অথবা দক্ষিণ আফ্রিকান ট্রিস্টান স্টাবসের মধ্যে একজনকে ধরে রাখতে পারবে তারা। বাকি তিন দেশজ ক্রিকেটার সম্ভবত হবেন- ক্যাপ্টেন ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল এবং স্পিনার কুলদীপ যাদব।

গম্ভীরের টিম ইন্ডিয়ার কোচ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, বড় কথা বলে দিলেন দাদা

রাহুল দ্রাবিড়ের পরবর্তী সময়ে কে হবে টিম ইন্ডিয়ার আগামী কোচ? টি-২০ বিশ্বকাপের আবহে এই প্রশ্নই বিগত কয়েক দিনে সবথেকে বড় হয়ে উঠেছে। সূত্রের খবর, রোহিত-বিরাটদের আগামী হেডস্যার হওয়ার দৌড়ে সবথেকে বেশি এগিয়ে বর্তমানে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। এবার গৌতম গম্ভীরের প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর।

সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার প্রসঙ্গে বলেছিলেন,”ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায় কোচ হলে।” এই প্রসঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,যদি গৌতম গম্ভীর এটা করতে চায় (ভারতীয় দলের কোচিং), তাহলে আমি করি সে এক খুব ভাল প্রার্থী।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপ দেখবেন না ভারতীয় ক্রিকেটার! কারণটা কী? জানলে অবাক হবেন

প্রসঙ্গত, লখনউ সুপার জায়ান্টস ছেড়ে এবারই কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব নেন গৌতম গম্ভীর। নতুন ভূমিকায় পুরনো দলে ফিরেই ফের চ্যাম্পিয়ন করেন কেকেআরকে। তারপর থেকেই ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে জল্পনায় উঠে আসে গৌতম গম্ভীরের নাম। বিসিসিআইয়ের তরফ থেকেও গম্ভীরতে প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও কোচ হওয়ার প্রসঙ্গে এখনও কনও নিশ্চিয়তা দেননি গম্ভীর।

এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডও ধীরে চলো নীতি নিয়ে চলছে। কারণ টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে সফর রয়েছে। এই দুই সফরে এনসিএ-এর দায়িত্বপ্রাপ্তরাই যেতে পারে কোচ হিসেবে। ফলে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় নিতে চাইছে বিসিসিআই।