Sourav Ganguly

ICC T20 World Cup 2024: রোহিতদের ব্রিটিশ বধ নিয়ে উচ্ছ্বসিত সৌরভ, কী বললেন প্রাক্তন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট?

কলকাতা: রোহিতদের ব্রিটিশ বধে মুগ্ধ সৌরভ। ১০ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া। দু’বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে অ্যাডিলেডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের লজ্জার হার হজম করতে হয়েছিল ভারতকে। তবে বদলার ম্যাচে সুদে আসলে জয় ছিনিয়ে নিলেন রোহিত বাহিনী।

টি-২০ বিশ্বকাপ ২০২৪ ফাইনাল T20 World Cup 2024 Final

ব্রিটিশদের পর্যদস্ত করে গায়নায় ৬৮ রানে জিতেছে ভারত। ভারতের এই সাফল্যের মাতোয়ারা গোটা দেশ। সমাজের প্রাক্তন ক্রিকেটার, খ্যাতনামী থেকে আমজনতা প্রত্যেকেই রোহিতের হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: দুই বিধায়কের শপথ নিয়ে কী করণীয়? বোসের উপর চাপ বাড়িয়ে ধনখড়কে ফোন বিমানের

সিএবিতে মিটিং থাকায় ম্যাচের প্রথম দিকটা দেখতে না পারলেও বাকি খেলাটা বাড়িতে বসেই টিভিতে দেখেন মহারাজ। ভারত-পাকিস্তান ম্যাচ আমেরিকার মাটিতে বসে দেখে এসেছেন সৌরভ। রোহিতদের অসাধারণ জয় প্রসঙ্গে সৌরভ সমাজমাধ্যমে লেখেন, “প্রথমে ভারতীয় দলকে অসংখ্য শুভেচ্ছা জানাই বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর জন্য। কঠিন উইকেটে অসাধারণ পারফরম্যান্সের ফল পেয়েছে ভারত। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। সাত মাসের ব্যবধানে দ্বিতীয়বার ফাইনাল। অপরাজিত অবস্থায় ফের ফাইনালে রোহিত এবং তার দল। দেখা হচ্ছে শনিবার রাতে”। ‌

সৌরভ পুরো পোষ্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা আনন্দিত। গত বছর দেশের মাটিতে অসাধারণ পারফরম্যান্স করার পরেও আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল রোহিত-বাহিনীকে। তবে এবার সাত মাসের ব্যবধানে ফের একবার বিশ্বজয়ের সম্ভাবনা। সামনের প্রতিপক্ষ প্রথম বার বিশ্বকাপ ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ভারত ট্রফি জিততে পারবে কি না তার জন্য শনিবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সৌরভের চোখে অবশ্যই ফেভারিট রোহিত-বাহিনী। এমনকি বিরাটের অফ‌ফর্ম নিয়েও চিন্তিত নন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়কের মতে, বিরাট একজন অলটাইম গ্রেট ক্রিকেটার, একটা টুর্নামেন্ট দিয়ে কোন ক্রিকেটারকে বিচার করা ঠিক নয়। পাশাপাশি রোহিত এবং বিরাটের ওপেনিং জুটিতেই ভরসা রাখছেন সৌরভ।