রোহিত শর্মা এবার আইপিএলে কোন দলে? আইপিএল ২০২৫ শুরুর আগে এর থেকে বড় প্রশ্ন বোধ হয় এখন নেই।

India vs Sri Lanka: লজ্জার নজির! ১৪ বছর পরে শ্রীলঙ্কার কাছে এক দিনের সিরিজ হারল ভারত

কলম্বো: দ্বিতীয় ম্যাচের পরে শেষ ম্যাচেও শ্রীলঙ্কার কাছে হারল ভারত। সেই সঙ্গে ২০১০ সালের পরে এই প্রথম কোনও দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ হারল ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম দলে মহম্মদ সিরাজ ছাড়া কোনও পেসার ছিলেন না। অলাউন্ডার শিবম দুবে মিডিয়াম পেসার হিসাবে বোলিং শুরু করেন সিরাজের সঙ্গে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: জানতেন ওজন বেশি! ভয়ে ছিলেন ভিনেশ, সারা রাত যা যা করলেন, ভাবতে পারবেন না…

ওপেনিংয়ে নেমে আভিস্কা ফার্নান্ডো শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন কুশল মেন্ডিস এবং পথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিস ব্যক্তিগত ৫৯ এবং নিশাঙ্কা ৪৫ রান করে শ্রীলঙ্কাকে ভাল জায়গায় পৌঁছে দেন। তবে আভিস্কা ফার্নান্ডো আউট হওয়ার পরেই শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন ধরে। ভারতের হয়ে ৩টি উইকেট নেন রিয়ান পরাগ। বোলারদের মধ্যে সিরাজ ৯ ওভারে ৭৮ রান দিয়ে ১টি উইকেট নেন।

আরও পড়ুন: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও

শ্রীলঙ্কার ২৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচেও শ্রীলঙ্কার স্পিন আক্রমণের সামনে বড্ড অসহায় দেখাল ভারতকে। ভারতের হয়ে সর্বোচ্চ রোহিত ৩৫ রান করেন। এছাড়াও ওয়াশিংটন সুন্দর ৩০ এবং বিরাট ২০ রান করেন। মাত্র ১৩৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এদিনও ব্যর্থ শিবম দুবে, শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। শ্রীলঙ্কার হয়ে ৫টি উইকেট নেন ওয়েলালাগে। দুটো করে উইকেট নেন ভ্যান্ডারসে এবং ঠিকসেনা। এই ম্যাচ ১১০ রানে জয়ের সুবাদে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ ২-০ ব্যাবধানে জিতল শ্রীলঙ্কা।