এশিয়া কাপ ফাইনালে হার ভারতের।

Asia Cup 2024: ব্যর্থ রিচা ঘোষ, স্মৃতি মন্ধনার লড়াই, এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার ভারতের

ফাইনালের বাধা পেরোতে পারলেন না হরমনপ্রীত কৌররা। মেয়েদের এশিয়া কাপ ফাইনালে বোলারদের ব্যর্থতায় হারতে হল ভারতকে। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে, পরে ব্যাট করতে নেমে মাত্র দু’টি উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা।

আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারত, শুটিংয়ে পদক জিতলেন মনু ভাকের‍

ব্যাটে ভারতের হয়ে ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি। ফাইনালে তেমন কিছু করে দেখাতে পারেননি হরমনপ্রীত কৌর, শেফালি বর্মা এবং উমা ছেত্রী। শেষের দিকে জেমাইমা এবং রিচা ঘোষের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ১৬৫ রানের লড়াকু রান তোলে ভারত। ১৪ বলে ৩০ করেন বঙ্গ তনয়া রিচা, ১৬ বলে ২৯ করেন জেমাইমা।

ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু এবং হর্ষিতা সমরবিক্রমার সৌজন্যে প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৪৩ বলে ৬১ রান করে আউট হন আতাপাত্তু। হর্ষিতা ৫১ বলে ৬৯ করে অপরাজিত থাকেন, তাঁকে যোগ্য সঙ্গ দেন কবিশা দিলহারি। কবিশা ১৬ বলে ৩০ করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: ‘শাক দিয়ে মাছ ঢাকছে, ইচ্ছাকৃত ভাবে অপমান!’ কলকাতায় ফিরেও অনড় মমতা

গ্রুপ পর্বে সব ক’টি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছ‍িল ভারত। সেমিফাইনালে বাংলাদেশকে হেলায় হারিয়েছে হরমনপ্রীতের দল। কিন্তু ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার মানতে হল ভারতকে।