১ অগাস্ট, পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সোমনাথ নাইয়া স্টেশনে অপেক্ষা করছিলেন৷

Railway Police ‘Fine’ Man: স্টেশনে টাকা আদায়ের অভিযোগ, সাসপেন্ড স্টেশন মাস্টার-সহ পাঁচ পুলিশকর্মী

পটনা: স্টেশনে সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে অন্যায় ভাবে টাকা তোলার অভিযোগ উঠল৷ অভিযুক্ত খোদ স্টেশন মাস্টার পঙ্কজ কুমার৷ শুধু তিনি নয়, অভিযোগ উঠল পাঁচজন পুলিশ কর্মীর বিরুদ্ধেও৷ সেই কারণে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হল স্টেশন মাস্টার-সহ পাঁচ পুলিশ কর্মীকে৷

ঘটনাটি ঘটেছিল, পটনা স্টেশনে৷ ১ অগাস্ট, পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সোমনাথ নাইয়া স্টেশনে অপেক্ষা করছিলেন৷ তারপরই হঠাৎ করে ঘটনাটি ঘটল৷

আরও পড়ুন: মহাকাশ থেকে কবে ফিরবেন সুনীতা উইলিয়ামস? বড় সিদ্ধান্ত নাসার

স্টেশনের এক কনস্টেবল তাঁর কাছে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়৷ এখানেই শেষ নয়৷ তাঁকে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে আটক করার ভয় দেখাতে শুরু করে৷

নাইয়াও জোর দিয়ে বলে তিনি নির্দোষ৷ কিন্তু অভিযোগ তাঁর কোনও কথাতেই কেউ কর্ণপাত করেননি৷ তখনই পুলিশ সদস্যরা নাইয়াকে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা দাবি করেন৷ সেইসময় তিনি ২০ হাজার টাকা দিতে বাধ্য হয়৷ তারপরও তাঁকে ৩০ হাজার টাকার দেওয়ার জন্য জোড় করা হয়৷

আরও পড়ুন: অন্যতম বিষাক্ত সাপ, এক ছোবলেই মৃত্যু ঘটতে পারে, জেনে নিন বিষ থেকে বাঁচার মোক্ষম উপায়

বাধ্য হয়ে এক আত্মীয়ের কাছ থেকে অনলাইনে ১৯ হাজার টাকা নিয়ে পুলিশদের দিতে বাধ্য হন৷ এর পরই ছাড়া পান ব্যক্তি৷

শেষ অবধি পশ্চিমবঙ্গে এসে ৪ অগাস্ট রেলওয়ে হেল্পলাইন নম্বরে অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পরই ডিএসপি পিকে তিওয়ারি তদন্ত শুরু করে৷ সিসিটিভি ফুটেজে ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া বক্তব্যে ঘটনার সত্যতা সম্বন্ধে জানা যায়৷

তদন্ত শুরু হওয়ার পরই একজন কনস্টেবল কৃষ্ণ কুমার ঠাকুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ তদন্তের রিপোর্টের ভিত্তিতে জিআরপি পঙ্কজ কুমার, সাব-ইন্সপেক্টর রাকেশ কুমার, এএসআই রামচন্দ্ররাম, কনস্টেবল সঞ্জয়কুমার এবং কৃষ্ণকুমার ঠাকুরকে সাসপেন্ড করা হয়েছে৷