Bollywood Villan Successful Businessman: বলিউডের জনপ্রিয় ভিলেন, মদ বিক্রি করে কোটিপতি! বিয়ার ব্যবসায় দেশে সেরার সেরা তিনিই, বিশাল সাম্রাজ্যের মালিককে চিনুন

হিন্দি সিনেমার অন্যতম সেরা ভিলেন৷ প্রচুর বলিউড ছবিতে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন৷ ধর্মেন্দ্র-অমিতাভের সঙ্গে তিনি সমান দাপটে অভিনয় করেন৷ বলিউড ভিলেন হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়৷ তবে বলিউড ভিলেনের থেকে তাঁর বেশি আয় নিজস্ব ব্যবসায়৷
হিন্দি সিনেমার অন্যতম সেরা ভিলেন৷ প্রচুর বলিউড ছবিতে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন৷ ধর্মেন্দ্র-অমিতাভের সঙ্গে তিনি সমান দাপটে অভিনয় করেন৷ বলিউড ভিলেন হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়৷ তবে বলিউড ভিলেনের থেকে তাঁর বেশি আয় নিজস্ব ব্যবসায়৷
এই ভিলেন একজন সফল অভিনেতাই নন একজন সফল ব্যবসায়ীও। ভারতের তৃতীয় বৃহত্তম বিয়ার কোম্পানি Yuksom Breweries-এর মালিক তিনি।
এই ভিলেন একজন সফল অভিনেতাই নন একজন সফল ব্যবসায়ীও। ভারতের তৃতীয় বৃহত্তম বিয়ার কোম্পানি Yuksom Breweries-এর মালিক তিনি।
২৫ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে সিকিমে জন্ম নেন ড্যানি ডেনজংপা৷ হিন্দির পাশাপাশি নেপালি, তামিল, তেলুগু এবং হলিউড ছবিতে কাজ করেছেন। বলিউডের এই সফল ভিলেন একজন সফল ব্যবসায়ী এবং অবশ্যই মদের ব্যবসা থেকে কোটি কোটি আয় তাঁর৷
২৫ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে সিকিমে জন্ম নেন ড্যানি ডেনজংপা৷ হিন্দির পাশাপাশি নেপালি, তামিল, তেলুগু এবং হলিউড ছবিতে কাজ করেছেন। বলিউডের এই সফল ভিলেন একজন সফল ব্যবসায়ী এবং অবশ্যই মদের ব্যবসা থেকে কোটি কোটি আয় তাঁর৷
কিংফিশার বিয়ারের মালিক বিজয় মাল্যও একটি বিয়ার কোম্পানি অধিগ্রহণ করে উত্তর-পূর্বে তার পা বাড়াতে চেয়েছিলেন। কিন্তু, ড্যানি মালিয়ার আগে সেই কোম্পানিকে অধিগ্রহণ করে মালিয়ার পরিকল্পনা ভেস্তে দেন।
কিংফিশার বিয়ারের মালিক বিজয় মাল্যও একটি বিয়ার কোম্পানি অধিগ্রহণ করে উত্তর-পূর্বে তার পা বাড়াতে চেয়েছিলেন। কিন্তু, ড্যানি মালিয়ার আগে সেই কোম্পানিকে অধিগ্রহণ করে মালিয়ার পরিকল্পনা ভেস্তে দেন।
১৯৮৭ সালে Yuxom Breweries প্রতিষ্ঠা করেন ড্যানি। ২০০৬ সালে, Yuksom Breweries Limited ওডিশায় Danzong Breweries প্রতিষ্ঠা করে। এর ধারণক্ষমতা বার্ষিক ২ লাখ হেক্টোলিটার। ২০০৯ সালে, ইউক্সম অসমের রাহিনো এজেন্সিগুলিকে অধিগ্রহণ করে। এই ব্রুয়ারিতে বছরে ১লক্ষ ৮০০০০ হেক্টোলিটার বিয়ার তৈরি হয়।
১৯৮৭ সালে Yuxom Breweries প্রতিষ্ঠা করেন ড্যানি। ২০০৬ সালে, Yuksom Breweries Limited ওডিশায় Danzong Breweries প্রতিষ্ঠা করে। এর ধারণক্ষমতা বার্ষিক ২ লাখ হেক্টোলিটার। ২০০৯ সালে, ইউক্সম অসমের রাহিনো এজেন্সিগুলিকে অধিগ্রহণ করে। এই ব্রুয়ারিতে বছরে ১লক্ষ ৮০০০০ হেক্টোলিটার বিয়ার তৈরি হয়।
ড্যানির এই সংস্থা, ড্যানি'স ইউক্সম ব্রুয়ারিজ লিমিটেড, ভারতের তৃতীয় বৃহত্তম বিয়ার প্রস্তুতকারক হিসেবে পরিচিত। Yuxom, তাঁর সহযোগী সংস্থাগুলির সঙ্গে, বছরে ৬লক্ষ ৮০০০০ হেক্টোলিটার বিয়ার উৎপাদন করে। Yuxom এর কিছু প্রধান ব্র্যান্ডের মধ্যে রয়েছে HIT, HE-MAN 9000 এবং DANSBERG 16000।
ড্যানির এই সংস্থা, ড্যানি’স ইউক্সম ব্রুয়ারিজ লিমিটেড, ভারতের তৃতীয় বৃহত্তম বিয়ার প্রস্তুতকারক হিসেবে পরিচিত। Yuxom, তাঁর সহযোগী সংস্থাগুলির সঙ্গে, বছরে ৬লক্ষ ৮০০০০ হেক্টোলিটার বিয়ার উৎপাদন করে। Yuxom এর কিছু প্রধান ব্র্যান্ডের মধ্যে রয়েছে HIT, HE-MAN 9000 এবং DANSBERG 16000।
১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত 'মেরে আপনে' ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন ড্যানি৷ ১৯৭৩ সালে, প্রথমবার তিনি ভিলেন হিসেবে অভিনয় করেন৷ বিআর চোপড়ার চলচ্চিত্র 'ধুন্ধ'-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করে শিরোনামে উঠে আসেন। 
১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরে আপনে’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন ড্যানি৷ ১৯৭৩ সালে, প্রথমবার তিনি ভিলেন হিসেবে অভিনয় করেন৷ বিআর চোপড়ার চলচ্চিত্র ‘ধুন্ধ’-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করে শিরোনামে উঠে আসেন।
হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে তাঁর অভিনীত ২০০৩ সালের চলচ্চিত্র 'সেভেন ইয়ারস ইন তিবেট' অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ড্যানি ২০০৩ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।
হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে তাঁর অভিনীত ২০০৩ সালের চলচ্চিত্র ‘সেভেন ইয়ারস ইন তিবেট’ অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ড্যানি ২০০৩ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।
ব্লকবাস্টার ফিল্ম 'শোলে'-তে গব্বর সিং-এর ভূমিকায় অভিনয়ের জন্য ড্যানিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। শোলে পরিচালক রমেশ সিপ্পি যখন ছবিটির প্রস্তাব দিয়েছিলেন, তিনি ইতিমধ্যেই ফিরোজ খানকে 'ধর্মাত্ম' ছবির জন্য চুক্তিবদ্ধ হন৷ ফিরোজ খান আফগানিস্তানে শুটিংয়ের অনুমতিও নিয়েছিলেন। তাই শুটিং পিছিয়ে দেওয়া যায়নি। ফলে, তারিখের অভাবে ড্যানি গব্বরের ভূমিকায় না বলতে বাধ্য হন।
ব্লকবাস্টার ফিল্ম ‘শোলে’-তে গব্বর সিং-এর ভূমিকায় অভিনয়ের জন্য ড্যানিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। শোলে পরিচালক রমেশ সিপ্পি যখন ছবিটির প্রস্তাব দিয়েছিলেন, তিনি ইতিমধ্যেই ফিরোজ খানকে ‘ধর্মাত্ম’ ছবির জন্য চুক্তিবদ্ধ হন৷ ফিরোজ খান আফগানিস্তানে শুটিংয়ের অনুমতিও নিয়েছিলেন। তাই শুটিং পিছিয়ে দেওয়া যায়নি। ফলে, তারিখের অভাবে ড্যানি গব্বরের ভূমিকায় না বলতে বাধ্য হন।