★৫০ বছরের রেকর্ডের ঘাড়ে নিশ্বাস কলকাতার। এপ্রিল মাস জুড়েই দাবদাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গও। পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Summer Tips: রাজ্য জুড়ে চরম গরম ও অস্বস্তি ! সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ

কলকাতা: চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। কলকাতায় ৩৮ আর পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে পারদ। তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে।

আরও পড়ুন– রাশিফল ১৫ এপ্রিল- ২১ এপ্রিল: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

কলকাতায় চলতি সপ্তাহে তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ পেরিয়ে ৩৯ ডিগ্রি  সেলসিয়াসে। সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়বে গরম ও অস্বস্তি। একদিকে শুকনো গরম আবহাওয়া; অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশও বাড়তে থাকবে। আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- রাজ্যে ২১৯ কোটির বেআইনি সামগ্রী উদ্ধারে শীর্ষে দক্ষিণ কলকাতা !

কলকাতায় আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।