ওয়েটিং লিস্টে নাম? আর চিন্তা নেই, গরমে আরামে যাত্রার জন্য এসি স্পেশ্য়াল ট্রেন!

Summer Special Trains: ওয়েটিং লিস্টে নাম? আর চিন্তা নেই, গরমে আরামে যাত্রার জন্য এসি স্পেশ্যাল ট্রেনের সুবিধা!

নাহরলগুন: গ্রীষ্মকালীন সময়ে যাত্রীদের ভিড় হ্রাস করতেহুব্বল্লি জং. ও নাহরলগুন-এর মধ্যে এসি স্পেশ্যাল ট্রেন। গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এসএসএস হুব্বল্লি জং. ও নাহরলগুন-এর মধ্যে এসি সামার স্পেশ্য়াল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সামার স্পেশ্য়াল ট্রেন নং. ০৭৩৮৭/০৭৩৮৮ (এসএসএস হুব্বল্লি জং. – নাহরলগুন – এসএসএস হুব্বল্লি জং.) প্রত্যেক দিক থেকে পাঁচটি করে ট্রিপের জন্য চালানো হবে।

এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গ্রীষ্মের সময়ে আরামদায়ক যাত্রার জন্য এই এসি স্পেশ্য়াল ট্রেনের সুযোগ গ্রহণ করতে পারবেন। স্পেশ্য়াল ট্রেন নং. ০৭৩৮৭ (এসএসএস হুব্বল্লি জং. – নাহরলগুন) ৮ মে, ২০২৪ তারিখ থেকে ৫ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত প্রত্যেক বুধবার এসএসএস হুব্বল্লি জং. থেকে ১২:০৫ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ২৩:০০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ফেরত যাত্রার সময়, স্পেশ্য়াল ট্রেন নং. ০৭৩৮৮ (নাহরলগুন – এসএসএস হুব্বল্লি জং.) ১১ মে, ২০২৪ তারিখ থেকে ৮ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত প্রত্যেক শনিবার নাহরলগুন থেকে ২৩:০০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০৯:০০ ঘন্টায় এসএসএস হুব্বল্লি জং. পৌঁছবে।

আরও পড়ুন: বৈশাখ অমাবস্যায় সর্বার্থ সিদ্ধির সঙ্গে আরও কত বিরল যোগ! আজ থেকেই ৩ রাশির ভাগ্যে অবিশ্বাস্য বদল, বলছেন অযোধ্যার জ্যোতিষী

এই এসি স্পেশ্য়াল ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, এসি ৩-টিয়ার ইকনমি কোচ থাকবে। উভয় দিকের যাত্রাকালে ট্রেনটি গদগ, হোসপেট, গুন্তকাল, গুন্টুর, বিজয়নগরম, ভুবনেশ্বর, খুরদা রোড, খড়গপুর, নিউ জলপাইগুড়ি, নিউ বঙাইগাঁও এবং রাঙাপাড়া নর্থ ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে।

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, যাত্রীদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে স্পেশ্য়াল ট্রেনের সংখ্যা৷ এই স্পেশ্য়াল ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।