যাত্রী চাহিদায় বাড়ছে ‘সামার স্পেশ্যাল’ ট্রেন

Indian Railway: হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ! চাহিদা বাড়ছে সামার স্পেশাল ট্রেনের… রেলের বিশেষ বন্দোবস্ত

নয়াদিল্লি: দেশজুড়ে বাড়ছে গরম। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরও কয়েকটি সামার স্পেশাল ট্রেন চালানো শুরু হল।  গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের  চাহিদা পূরণের লক্ষ্যে আরও কয়েকটি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রচন্ড গরমে ভ্রমণের সময় যাত্রীরা যাতে হাইড্রেটেড থাকে তার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সমস্ত স্টেশনে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করেছে।

ট্রেন নম্বর ০৬৫৬৯ (এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি) স্পেশাল ২৮ এপ্রিল থেকে ১৯ মে, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার এসএমভিটি বেঙ্গালুরু থেকে রওনা দেবে।

ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৬৫৭০ (গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু) স্পেশাল ১ থেকে ২২ মে, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার গুয়াহাটি থেকে ০৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ১০.০০ ঘণ্টায় এসএমভিটি বাঙ্গালুরু পৌঁছবে। অন্যদিকে, ট্রেন নং. ০৯১০১ (ভদোদরা-কাটিহার) স্পেশাল ২৪ এপ্রিল, ২০২৪ (বুধবার) ভদোদরা থেকে ২৩.৩০ -এ রওনা দিয়ে শুক্রবার ১৬.৩০-এ কাটিহার পৌঁছবে।

ফেরত যাত্রার সময়, ট্রেন নম্বর ০৯১০২ (কাটিহার-ভদোদরা) স্পেশাল ২৭ এপ্রিল, ২০২৪ (শনিবার) কাটিহার থেকে ১৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে সোমবার ০৭.৩০ ঘণ্টায় ভদোদরা পৌঁছবে। ট্রেন নং. ০৪০১০ (আনন্দ বিহার টার্মিনাল-যোগবাণী) স্পেশাল ৩০ এপ্রিল থেকে ২৫ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার আনন্দ বিহার টার্মিনাল থেকে ২৩.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে বৃহস্পতিবার ৫.২০ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৪০০৯ (যোগবাণী-আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল ০২ মে থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার যোগবাণী থেকে ০৯.০০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ১৬.০৫ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।

আরও পড়ুন:  রাজ্যে বৃষ্টির আশা মাত্র দুই জেলায়, চরম তাপপ্রবাহ কোথায় কোথায়? রইল সর্বশেষ আপডেট

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেওয়া হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।