`ভারত করলেই দোষ, নিজেরা যেন সাধু’! কাদের ধুয়ে দিলেন গাভাসকার এবং কেন?

আমেদাবাদ: সুনীল গাভাসকার ধুয়ে দিলেন আইসিসিকে। তারা জানিয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ টেস্ট ম্যাচ ইনদওরের উইকেট খেলার অযোগ্য ছিল। এই উইকেট থেকে শুধুমাত্র স্পিনার ছাড়া কেউ সাহায্য পাননি। তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ১০৯ রান করে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৭ রানে। ৮৮ রানে লিড নেয় তারা। ম্যাট কুহনেমান একাই নেন পাঁচ উইকেট।

পরের ইনিংসে ভারত ১৬৩ রান করে। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য মাত্র ৭৬ রানের লক্ষ্য দেন রোহিত শর্মারা। এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া। গাভাসকার পাল্টা যুক্তি দিয়ে আইসিসিকে জিজ্ঞেস করেছেন নভেম্বর মাসে ব্রিসবেন টেস্ট আড়াই দিনের শেষ হয়ে গিয়েছিল। তখন কোথায় ছিল আইসিসির নজরদারি?

ভারতকে তিনটে ডিমেরিট পয়েন্ট দেওয়া হলেও তখন কেন একটিও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি অস্ট্রেলিয়াকে? অর্থাৎ সাদা চামড়াদের যে এখনও আলাদা নজরে দেখা হয় সেটা মুখে না এনেই বুঝিয়ে দিয়েছেন সানি। তবে আইসিসিকে এক চোখামির অভিযোগ করলেও সুনীল মেনে নিয়েছেন ভারত জঘন্য খেলেছে তৃতীয় টেস্টে।

বিশেষ করে প্রথম ইনিংস থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ছেলেদের যতটা ব্যাট হাতে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা আশা করেছিলেন, কিছুই দেখতে পাননি। এমনকি রবীন্দ্র জাদেজা বিনা কারণে রিভিউ নষ্ট করে দলকে ডুবিয়েছেন মনে করেন গাভাসকার। ভারতের পরের টেস্ট আমদাবাদে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটাই এই সিরিজ়ে শেষ টেস্ট।

এর আগে নাগপুর এবং দিল্লিতে খেলেছিল দুই দল। সেই ম্যাচগুলিতেও স্পিনের দাপট ছিল। আইসিসি সেই পিচগুলিকে ‘অ্যাভারেজ’ বলেছিল। ৯ মার্চ থেকে শুরু হতে চলা টেস্টে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জায়গা নিশ্চিত করবে ভারত। ভারত আমেদাবাদে যে কোনও মূল্যে জিততে মরিয়া হবে সেটা বলার অপেক্ষা রাখে না।