রবি তেজা মানেই কমেডি আর অ্যাকশনের যুগলবন্দি। দক্ষিণ তো বটেই, গোটা ভারতেই তিনি সুপারস্টার। কিন্তু এ হেন রবির হলটা কী? একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে। বক্স অফিসে সাফল্য হাতড়ে বেড়াচ্ছেন প্রযোজকরা।

রবি তেজার ১০০ কোটি বাজেটের ছবিও সুপার ফ্লপ, কাকুতি-মিনতি করে ওটিটি-তে চুক্তি, এখন কী করবেন অভিনেতা?

রবি তেজা মানেই কমেডি আর অ্যাকশনের যুগলবন্দি। দক্ষিণ তো বটেই, গোটা ভারতেই তিনি সুপারস্টার। কিন্তু এ হেন রবির হলটা কী? একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে। বক্স অফিসে সাফল্য হাতড়ে বেড়াচ্ছেন প্রযোজকরা।
রবি তেজা মানেই কমেডি আর অ্যাকশনের যুগলবন্দি। দক্ষিণ তো বটেই, গোটা ভারতেই তিনি সুপারস্টার। কিন্তু এ হেন রবির হলটা কী? একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে। বক্স অফিসে সাফল্য হাতড়ে বেড়াচ্ছেন প্রযোজকরা।
৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল রবি তেজার বিগ বাজেটের অ্যাকশনধর্মী ছবি ‘ঈগল’। কিন্তু কুড়ি দিনেই পঞ্চত্বপ্রাপ্তি ঘটেছে সিনেমার। দর্শক হলমুখো হননি, ওঠেনি বাজেটের ২৫ শতাংশও। প্রযোজকের মাথায় হাত।

৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল রবি তেজার বিগ বাজেটের অ্যাকশনধর্মী ছবি ‘ঈগল’। কিন্তু কুড়ি দিনেই পঞ্চত্বপ্রাপ্তি ঘটেছে সিনেমার। দর্শক হলমুখো হননি, ওঠেনি বাজেটের ২৫ শতাংশও। প্রযোজকের মাথায় হাত।
আপাতত অটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ঈগল’। তবে শুরুতে কোনও ওটিটি প্ল্যাটফর্মই এই সিনেমা কিনতে রাজি ছিল না। অনেক আবেদন-নিবেদনের পর একটি প্ল্যাটফর্ম রাজি হয়। তবে কম বাজেটের চুক্তি হওয়ার কারণে টাকার অঙ্ক প্রকাশ করা হয়নি। ১০০ কোটি টাকায় তৈরি হয় ‘ঈগল’। ছবি তৈরিতে ব্যয় হয় ৮০ কোটি, আর বাকি ২০ কোটি প্রোডাকশনে। কিন্তু ১৫ দিনে মাত্র ২৫ কোটি টাকা উঠেছে।
আপাতত অটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ঈগল’। তবে শুরুতে কোনও ওটিটি প্ল্যাটফর্মই এই সিনেমা কিনতে রাজি ছিল না। অনেক আবেদন-নিবেদনের পর একটি প্ল্যাটফর্ম রাজি হয়। তবে কম বাজেটের চুক্তি হওয়ার কারণে টাকার অঙ্ক প্রকাশ করা হয়নি। ১০০ কোটি টাকায় তৈরি হয় ‘ঈগল’। ছবি তৈরিতে ব্যয় হয় ৮০ কোটি, আর বাকি ২০ কোটি প্রোডাকশনে। কিন্তু ১৫ দিনে মাত্র ২৫ কোটি টাকা উঠেছে।
বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ‘ঈগল’। অনেক কাঠখড় পুড়িয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইটিভি উইনকে ছবির ওটিটি সত্ত্ব বিক্রি করেছেন নির্মাতারা। এই নিয়ে টানা তৃতীয়বার ফ্লপ রবি তেজার সিনেমা। এর আগে মুক্তি পেয়েছে রবি তেজার 'টাইগার নাগেশ্বরা রাও'। ৫০ কোটি বাজেটের এই ছবি মাত্র ৪৭ কোটি টাকা ঘরে তুলতে পেরেছিল। এটাও ছিল প্যান ইন্ডিয়া ফিল্ম।
বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ‘ঈগল’। অনেক কাঠখড় পুড়িয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইটিভি উইনকে ছবির ওটিটি সত্ত্ব বিক্রি করেছেন নির্মাতারা। এই নিয়ে টানা তৃতীয়বার ফ্লপ রবি তেজার সিনেমা। এর আগে মুক্তি পেয়েছে রবি তেজার ‘টাইগার নাগেশ্বরা রাও’। ৫০ কোটি বাজেটের এই ছবি মাত্র ৪৭ কোটি টাকা ঘরে তুলতে পেরেছিল। এটাও ছিল প্যান ইন্ডিয়া ফিল্ম।
২০২৩ সালের এপ্রিলে মুক্তি পাওয়া রবি তেজার 'রাবনাসুরা'ও বক্স অফিসে ফ্লপ হয়। এটাও প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল। ৫০ কোটি বাজেট। কিন্তু ঘরে উঠেছিল মাত্র ২৩.১ কোটি টাকা। চিরঞ্জীবী, শ্রুতি হাসান এবং রবি তেজা অভিনীত 'ওয়াল্টার ভিরাইয়া' বক্স অফিসে সফল হয়েছিল। কিন্তু এর সমস্ত কৃতিত্ব পেয়েছিলেন চিরঞ্জীবী।
২০২৩ সালের এপ্রিলে মুক্তি পাওয়া রবি তেজার ‘রাবনাসুরা’ও বক্স অফিসে ফ্লপ হয়। এটাও প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল। ৫০ কোটি বাজেট। কিন্তু ঘরে উঠেছিল মাত্র ২৩.১ কোটি টাকা। চিরঞ্জীবী, শ্রুতি হাসান এবং রবি তেজা অভিনীত ‘ওয়াল্টার ভিরাইয়া’ বক্স অফিসে সফল হয়েছিল। কিন্তু এর সমস্ত কৃতিত্ব পেয়েছিলেন চিরঞ্জীবী।
১৪০ কোটি টাকায় তৈরি এই সিনেমা ২০০ কোটির বেশি আয় করেছিল। এবার ‘ঈগল’এও নিজের ম্যাজিক দেখাতে ব্যর্থ রবি। আপাতত ‘মিস্টার বচ্চন’ সিনেমার শ্যুটিং শুরু করেছেন রবি তেজা। প্রকাশ্যে এসেছে ফার্স্ট লুকও। কিন্তু প্রশ্ন হল, ‘মিস্টার বচ্চন’ দিয়ে কি রবি তেজার ভাগ্যাকাশে সূর্যোদয় হবে?
১৪০ কোটি টাকায় তৈরি এই সিনেমা ২০০ কোটির বেশি আয় করেছিল। এবার ‘ঈগল’এও নিজের ম্যাজিক দেখাতে ব্যর্থ রবি। আপাতত ‘মিস্টার বচ্চন’ সিনেমার শ্যুটিং শুরু করেছেন রবি তেজা। প্রকাশ্যে এসেছে ফার্স্ট লুকও। কিন্তু প্রশ্ন হল, ‘মিস্টার বচ্চন’ দিয়ে কি রবি তেজার ভাগ্যাকাশে সূর্যোদয় হবে?