‘আরজি কর নিয়ে ছবি বন্ধের নির্দেশ দেওয়া হোক’! নির্যাতিতার আইনজীবীর আর্জি, কী জানালেন বিচারপতি

SC Hearing on RG Kar case : ‘আরজি কর নিয়ে ছবি বন্ধের নির্দেশ দেওয়া হোক’! নির্যাতিতার আইনজীবীর আর্জি, কী জানালেন বিচারপতি

নয়াদিল্লি: শুরু হল আরজি কর মামলার শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বসল। দুপুর ২ টে শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে প্রায় ৪.১৫ নাগাদ শুরু হয়। সুপ্রিম কোর্টে আজকের শুনানিতেই নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷

শুরুতেই ফের উঠে এল সোশ‍্যাল মিডিয়ায় ঘুরতে থাকা নির্যাতিতার ছবির প্রসঙ্গ। সেইসঙ্গে আরজি কর নিয়ে স্বল্পদৈর্ঘের ছবি বানানো হয়েছে। সেই ছবি বন্ধের নির্দেশ দেওয়ারও আবেদন জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী।

আরও পড়ুন: দেখলেই নাক সিঁটকান! এই সবজি খেয়েই ৮৮ তেও ফিট ধর্মেন্দ্র, দামও একেবারে কম, নাম জানলে অবাক হবেন

প্রসঙ্গত, আরজি কর নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে। নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের আর্জি, ওই ছবিটি বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি জানান, ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে।

সেইসঙ্গে আইনজীবী বৃন্দা গ্রোভার জানালেন সোশ্যাল মিডিয়ায় এখনও একাধিক পোস্ট ঘুরছে সেখানে নির্যাতিতার ছবি এবং নাম ঘুরছে। এবিষয়ে আরও কড়া নজরদারি করারজন‍্য একজন নোডাল পার্সনকে নিয়োগ করার আবেদন জানান তিনি। যার কাছে পরিবারের তরফে আবেদন করা যাবে এ ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট আসলে যাতে তাঁরা দেখেন।

আরও পড়ুন: রোদ ঝলমলে আকাশের ভোল পাল্টে যাবে! কবে থেকে ফের বৃষ্টি নামবে দক্ষিণে? পুজো ৪ দিনই কি মাটি বৃষ্টিতে? জেনে নিন বড় আপডেট

সলিসিটর জেনারেলকে বলেন প্রধান বিচারপতি আপনারা কথা বলুন স্বরাষ্ট্র বা অন্য মন্ত্রকের সঙ্গে যাতে একজন নোডাল অফিসার নিয়োগ করা যায়। তথ্যপ্রযুক্তি মন্ত্রক সেটা নিয়োগ করবে জানান সলিসিটর জেনারেল। তথ্যপ্রযুক্তি মন্ত্রক এ ধরনের বিষয়ে কোনও গাইডলাইন তৈরি করা যায় কিনা দেখবেন, নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।