ধোনির পর এবার রায়না, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনিও !

#চেন্নাই: শনিবার স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় পরপর দুটি বড় খবর ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ সেই ঘোষণার কয়েক মিনিট যেতে না যেতেই ক্রিকেটকে বিদায় জানালেন আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও ৷ ধোনির মতো তিনিও ইনস্টাগ্রামে নিজের অবসর ঘোষণার সিদ্ধান্ত জানান শনিবার ৷

সিএসকে অধিনায়ক ধোনি এবং বাকি কয়েকজন টিমমেটদের সঙ্গে একটি ছবি পোস্ট করে রায়না এদিন লেখেন, ‘‘মাহি তোমার সঙ্গে খেলার অভিজ্ঞতা দুর্দান্ত ৷ অনেক গর্বের সঙ্গে সে কথা বলছি ৷ আর এই যাত্রায় তোমার সঙ্গে আমিও আছি ৷ ধন্যবাদ ভারত ৷ জয় হিন্দ !’’

রায়না শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৩৩ বছর বয়সী রায়না ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ান ডে ও ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর রান ৭৬৮। গড় ২৬.৪৮ ৷ তবে ওয়ানডে-তে তাঁর সংগ্রহে ৫,৬১৫ রান। গড় ৩৫.৩১ ৷ ৫টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। পাশাপাশি ৭৮টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে করেছেন ১৬০৫ রান ৷ গড় ২৯.১৮ ৷